আকাশ আইসিটি ডেস্ক:
সিম্ফনির ফোরজি ফোন আনলো বাংলালিংক। ফোনটির মডেল সিম্ফনি রোর ভি ১৫০। ফোনটি কিনে বাংলালিংক সিম ব্যবহার করলে ৯ জিবি ফ্রি ইন্টারনেট পাওয়া যাবে। এছাড়াও ৩০০ মিনিট অন-নেট ফ্রি টক টাইম এবং ৪৫ জিবি পর্যন্ত ডাটা বোনাস পাওয়া যাবে।
সিম্ফনি রোর ভি ১৫০ স্মার্টফোনটিতে রয়েচে ৫.৩৪ ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯।
১ জিবি র্যামের এই ফোনটিতে ৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। রম মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে। এতে ১.৩ গিগাহার্জের কোয়ার্ড কোর প্রসেসর সংযোজন করা হয়েছে।
ছবির জন্য ফোনটিতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরাও ৫ মেগাপিক্সেলের। উভয় ক্যামেরায় ফ্লাশ রয়েছে।
স্মার্টফোনটি কিনে গ্রাহকরা প্রতি মাসে ৩ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা ও ১০০ মিনিট ফ্রি টক টাইম উপভোগ করতে পারবেন।
এছাড়াও গ্রাহকরা তিন মাসের মধ্যে প্রতিবার ১.৫ জিবি ডেটা ক্রয়ের উপর ১০০% বোনাস পাওয়া যাবে।
দেশের সব বাংলালিংক স্টোর, বাংলালিংক ই-স্টোর এবং বাংলালিংকের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে ফোনটি পাওয়া যাবে অফারটি।
বাংলালিংকের চিফ সেলস অফিসার রিতেশ কুমার সিং বলেন, ‘সাশ্রয়ী মূল্যের এই স্মার্টফোন এবং বান্ডেল অফার ক্রেতাদের ডিজিটাল জীবনযাপনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমরা আশা করি এই দারুন অফার গ্রাহকদের ডিজিটাল জীবনযাপন উপভোগে বিশেষ সহায়ক হবে।’
ফোনটির মূল্য ৬ হাজার ৫৯০ টাকা।
আকাশ নিউজ ডেস্ক 
























