অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নিজের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। শুধু ধর্ষকের নয়, বরং তিনি যে কোনো অপরাধীর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন।
সোমবার টুইটারে নিজের ভেরিভায়েড অ্যাকাউন্টে গণমাধ্যমকে উদ্দেশ করে তসলিমা নাসরিন বলেন, আমি সব ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডের শাস্তির বিপক্ষে। কিন্তু আপনারা যদি বলেন, তসলিমা ধর্ষকের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তা বোঝা যায়, আমি অন্যান্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডের পক্ষে। কিন্তু প্রকৃতপক্ষে আমি সব ধরনের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। বরং আমি অপরাধের মূল কারণ প্রতিরোধে সংগ্রাম করতে চাই।
এর আগে কেরালায় নিজের লেখা বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে তসলিমা নাসরিন ধর্ষকের মৃত্যুদণ্ড দেয়ার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন।
সম্প্রতি ভারতে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আইন পাস হওয়ার প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ওই বক্তব্য দেন।
অনুষ্ঠানে ধর্ষকদের মৃত্যুদণ্ড দেয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, পশ্চিমবঙ্গে ধর্ষককে ফাঁসিতে ঝোলানো হয়। তাই বলে কি রাজ্যে ধর্ষণের সংখ্যা কমেছে?
কলকাতা টোয়েন্টিফোরে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার দেশটির কেরালার একটি শপিং মলে নিজের লেখা বই ‘স্পিল্ট-অ্যা লাইফ’এর প্রকাশনা অনুষ্ঠানে ওই মন্তব্য করেন তসলিমা।
তসলিমা বলেন, আগে ছেলেদের যথোপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাহলেই তাদের এই ধরনের অপরাধ সংগঠিত করা থেকে দূরে রাখা যাবে।
তিনি আরও বলেন, ‘কেউ অপরাধী হয়ে জন্মায় না। তাই সবাইকে নিজেদের ভুল শোধরানোর একটা সুযোগ দেয়া উচিত। নারী অধিকার নিয়ে কথা বলি বলে মৌলবাদীদের হামলার লক্ষ্য আমি। তবে আমি মানবতায় বিশ্বাসী। ধর্মের নামে মানুষকে হত্যা করার প্রচণ্ড বিরোধী।’
আকাশ নিউজ ডেস্ক 
























