অাকাশ আর্ন্তজাতিক ডেস্কঃ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ট্রাক দুর্ঘটনায় ৭৮ জন নিহত হয়েছেন।
রাজধানী বাঙ্গুই থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত বামবারি শহরে বুধবার এই দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরা, রয়টার্স।
দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭২ জন।
বামবারি বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক চামবারলেন বামা বলেন, দুর্ঘটনায় আহত হবার পর অনেককে দুর্ঘটনাস্থল থেকে সরাসরি বাড়িতে নিয়ে যাওয়া হয়। ফলে অনেকে বাড়িতেই মারা যায়।
হতাহত ব্যক্তিদের বেশির ভাগই স্থানীয় ব্যবসায়ী। তারা মালপত্র নিয়ে বাজারে যাচ্ছিলেন। পরিবহন-সংকট থাকায় সেখানে বেশির ভাগ ট্রাকে অতিরিক্ত যাত্রী ও পণ্য থাকে।
স্থানীয় পার্লামেন্ট সদস্য আমাসেকা টপি রয়টার্সকে জানান, ট্রাকটি স্বাভাবিকের চেয়ে দ্রুতগতিতে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ বের করতে তদন্ত চলছে।
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বেশির ভাগ রাস্তার অবস্থা বেহাল। সড়কে নিরাপত্তা ব্যবস্থারও অভাব রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























