আকাশ আইসিটি ডেস্ক:
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সদ্য নির্বাচিত পরিচালক লুনা শামসুদ্দোহার মামলায় একই সংগঠনের সদস্য বেঙ্গল ক্রিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম গ্রেফতার হয়েছেন।
রোববার তাজুল ইসলামকে গুলশান থানা পুলিশ গ্রেফতার করেছে। এর আগে গত ১০ এপ্রিল গুলশান থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়।
এ মামলায় আসামি হিসেবে তাজুল ছাড়াও আরও দুই জনের নাম রয়েছে।
এদিকে তাজুলের গ্রেফতারের পর বেসিসের সাবেক পরিচালক দেলোয়ার হোসেন ফারুক বলেছেন, এটি আমাদের আইটি ইন্ডাস্ট্রির জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। নির্বাচনে অনেক কিছুই হয় কিন্তু এসব নিয়ে মামলা পর্যন্ত যাওয়া ঠিক হয়নি।
তিনি বলেন, যেহেতু বাদী ও বিবাদী আমাদের বেসিস সদস্য সেহেতু আশা করি বেসিস নির্বাচনের মতো এখানেও বেসিসের প্রতিষ্ঠাতা সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং বিষয়টির একটি সুন্দর সমাধান করবেন।
বেসিসের বর্তমান পরিচালক দিদারুল আলম সানি বলেছেন, তাইজুল ভাই আমাদের বেসিস মেম্বার, অবিলম্বে ওনার মুক্তির ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক দৈনিক আকাশকে বলেন, তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। সোমবার সকালে কোর্টে চালান দেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























