অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের গোপালপুরে পারিবারিক অশান্তিতে বেলাল হোসেন নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে হাদিরা ইউনিয়নের গোহাত্রা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন (৩০) হাদিরা গ্রামের সোহরাব আলীর ছেলে। তিনি তিন সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলাল হোসেন পারিবারিক অশান্তির কারণে গলায় ফাঁস দিয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আকাশ নিউজ ডেস্ক 
























