অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহ শহরের কলেজ রোডে বাবু নামে এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলেজ রোডে সন্ত্রাসীরা বাবুকে কুপিয়ে আহত করে ফেলে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ শহর এক নম্বর ফাঁড়ির টিএসআই ফারুক আহমেদ।
তিনি জানান, রাত ৮টার দিকে কলেজ রোড এলাকার বাসা থেকে বের হলে বাবুকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। গুরুতর আহত বাবুকে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
বাবু কলেজ রোড এলাকায় ২০০৯ সালে সন্ত্রাসীদের হাতে নিহত আরমান হত্যার এজাহারভুক্ত আসামি ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 























