ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

ইতিহাসের এই দিনে, ১৯ এপ্রিল

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ বৃহস্পতিবার ১৯ এপ্রিল ২০১৮ সাল

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৯ এপ্রিল, ২০১৮, বৃহস্পতিবার। ৬ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

২০১৫ সালের এই দিনে বিশিষ্ট কূটনীতিবিদ কে এম শিহাবউদ্দিন বাধক্যের কারণে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে ও অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। শিহাবউদ্দিন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে দিল্লির পাকিস্তান দূতাবাসে কর্মরত অবস্থায় স্ত্রী ও দুই শিশুর জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও পাকিস্তান সরকারের পক্ষ ত্যাগ করে মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে কূটনৈতিক পর্যায়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। শিহাবউদ্দিনের জন্ম চট্টগ্রামের চন্দনাইশ থানার মোহাম্মদপুর গ্রামে। জীবদ্দশায় তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, হাঙ্গেরি, পোল্যান্ডসহ বেশ কয়েকটি দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এ ছাড়া ইউনেসকো ও বিশ্ব পর্যটন সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

মুক্তিযোদ্ধা শহীদ সার্জেন্ট সামছুল করিম খান ওরফে সিরাজ এবং তাঁর ভাই মো. সগীর ওরফে সগীর খানের মৃত্যুবার্ষিকী আজ ১৯ এপ্রিল। মুক্তিযুদ্ধের সময় সিরাজ পাকিস্তান বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে মার্চে তিনি ঊশ^রদীতে একটি মোবাইল অবজারভার ইউনিটিতে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানি বাহিনী ত্যাগ করে যুদ্ধে অংশ নেন এবং বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেন। এ সময় তাঁর পরিবার ঢাকা সেনানিবাসে বন্দী ছিল। পরিবারের সঙ্গে দেখা করতে ঢাকায় এলে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন। নির্যাতনের একপর্যায়ে ঢাকা সেনানিবাসে এই দিনে তিনি শহীদ হন। সিরাজের ছোট ভাই সগীর খান তাঁর খোঁজ নিতে গেলে পাকিস্তানি বাহিনী তাঁকেও হত্যা করে। সগীর তখন মহাখালীর জনস্বাস্থ্য কার্যালয়ে চাকরী করতেন।

১২৪৫ হিজরীর এই দিনে ইরানের বিশিষ্ট ফকিহ ও কবি আল্লামা আহমদ নারাকী মৃত্যুবরণ করেন। ১১৮৫ হিজরী সালে জন্মগ্রহণ করেন এবং শৈশব ও কৈশর পিতা মোল্লা মাহদী নারাকীর সাথে কাটান। তার পিতা মাহদী নারাকী তাকে ইসলামের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেন এবং তিনি একজন ফকীহর মর্যাদা লাভ করেন। আল্লামা নারাকী কয়েক বছর ইরাকের নাজাফেও শিক্ষা গ্রহণ করেন। ইরাক থেকে দেশে ফিরে তিনি কাশানে ফিরে সেখানকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেন। তিনি কিছু গুরুত্বপূর্ণ বইও লিখেছেন। যেমন- মেরাজুস সাদাত, আশরারুল হজ, মাশনাভি তাকাদিস ইত্যাদি।

১৮৮২ সালের ১৯ এপ্রিল ব্রিটেনের বিশিষ্ট জীববিজ্ঞানী, বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের উৎপত্তি ও বিকাশের তত্ত্বের প্রতিষ্ঠাতা চার্লেস ডারউইন মৃত্যু বরণ করেন। ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি শ্রেউসবার্গে তার জন্ম হয়। কিশোরবেলা থেকেই তিনি মিউজিয়াম সংক্রান্ত বিদ্যা ও রসায়নবিদ্যা ইত্যাদি প্রাকৃতিক বিজ্ঞান ভালবাসেন। ১৮৫৯ সালে ডারউইন “অরিজিন অব দি স্পেসিস” নামক তাঁর মহাগ্রন্থ প্রকাশ করেন এবং বিবর্তন তত্ত্ব প্রতিষ্ঠা করেন। বিবর্তনবাদ অর্থাৎ এক প্রাণী থেকে আরেক প্রাণীতে পরিবর্তন এ তত্ত্ব আবিষ্কার করে জীব বিজ্ঞানের ইতিহাসে অমর হয়ে আছেন এ বৃটিশ বিজ্ঞানী।

১৯০৬ সালের ১৯ এপ্রিল বিখ্যাত ফরাসী পদার্থ বিজ্ঞানী পিয়েরে কুরি মৃত্যুবরণ করেন।। তাঁর জন্ম ১৮৫৯ সালে। প্যারিস বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রী পাওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপক নিযুক্ত হন। এসময় তিনি মাদাম ম্যারি কুরির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে তারা দুজনে মিলে তেজস্ত্রিয়তা সম্পর্কে গবেষণা চালান। ১৯০৩ সালে ম্যাডাম ম্যারি কুরি ও পিয়েরে কুরি এক সাথে নোবেল পুরস্কার লাভ করেন।

১৯৯৩ সালের ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হামলায় ড্যাভিডিয়ানস নামের এক ধর্মীয় সম্প্রদায়ের শিশু, নারীসহ প্রায় ৮০ জন সদস্য নিহত হয়। এই গোষ্ঠীটি মার্কিন সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিল। এফবিআই-এর হামলার আগে তারা ৫১ দিন ধরে একটি ভবন দখলে রেখেছিল। এ নৃশংস হত্যাকান্ডের পর মার্কিন সরকার দাবি করে যে, ড্যাভিডিয়ানস সম্প্রদায়ের নেতা ড্যাভিড কোরেশ এফবিআইকে ধমক দিয়ে বলেছিলেন যে, যদি এফবিআইয়ের আইনপ্রয়োগকারী কর্মীরা তার ক্ষতি করার অপচেষ্টা করে সমুচিত জবাব দেয়া হবে। কিন্তু মার্কিন সরকারের এ বক্তব্যের বিরুদ্ধে সে সময় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে। কারণ বিনা বিচারে কাউকে হত্যা করা মানবাধিকার ও আইনের পরিপন্থী।

৫৯৯ হিজরী সনের ২৩শে রবিউস সানী সিরিয়ার ধর্মীয় প্রতিষ্ঠানের অধ্যাপক শাহাব উদ্দিন আব্দুর রহমান দামেশকী মোকাদ্দাসী দামেশকে জন্মগ্রহণ করেন। দামেশকের এই শিক্ষাবিদ আবু শামাহ নামে পরিচিতি লাভ করেন। তিনি মিশরের আলেকজান্দ্রিয়া থেকে হাদিস, ফিকাহসহ অন্যান্য বিষয়ে শিক্ষা লাভ করেন। অধ্যাপক আবু শামাহ বেশ কিছু মূল্যবান গ্রন্থ রচনা করেছেন।

২০০৫ সালের ১৯শে এপ্রিল পোপ দ্বিতীয় জন পলের মুত্যুর পর ষোড়শ বেনেডিক্ট ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু নির্বাচিত হন। তার আসল নাম জোসেফ আলোইস রাতজিঙ্গার। ষোড়শ বেনেডিক্ট ১৯২৭ সালের ১৬ই এপ্রিল জার্মানীর বাভারিয়ায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ধর্মীয় শিক্ষা শুরু করেন এবং ১৯৫১ সালে তিনি ধর্মতত্ত্ব কেন্দ্র থেকে পাদ্রী হিসেবে স্বীকৃতি পান। ১৯৭৭ সালের ২৭শে জুন তিনি কার্ডিনাল নির্বাচিত হন। ২০০২ সালের ৩০ নভেম্বর তিনি কার্ডিনাল কলেজের ডিন নির্বাচিত হবার পর কার্ডিনাল বিশপ হিসেবে পরিচিত পান। পোপ ষোড়শ বেনেডিক্ট বর্তমান রোমান ক্যাথলিক চার্চ এবং ভ্যাটিকান সিটির সর্বময় ক্ষমতার অধিকারী।

১৮০৭ সালের এই দিনে ব্রিটিশ বাহিনী মিশরের আলেক্সান্ড্রিয়া থেকে পিছু হটে এবং মিশরের কাছে পরাজিত হয়। ওসমানী খেলাফতকে দুর্বল করার লক্ষ্যে ব্রিটিশরা আলেক্সান্ড্রিয়া দখল করে নেয়। কিন্তু আলেক্সান্ড্রিয়ার তৎকালীন গভর্নর মোহাম্মদ আলী জনগণকে সাথে নিয়ে ব্রিটিশ ঔপনিবেশের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলেন। ব্রিটিশ বাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের মোকাবেলা তারা অত্যন্ত হালকা ও সাধারণ অস্ত্র নিয়ে মোকাবেলা করে। কিন্তু তারপরও ব্রিটিশরা ১৮০৭ সালের এই দিনে আলেক্সান্ড্রিয়া ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

  • যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের লেক্সিংটন ও কনকর্ড ব্রিটিশদের পরাজেয়ের মাধ্যমে মার্কিন স্বাধীনতা যুদ্ধের সূচনা (১৭৭৫)
  • কংগ্রেসে মার্কিন স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি ঘোষণা (১৭৮৩)
  • ইংরেজ কবি জর্জ বায়রনের মৃত্যু (১৮২৪)
  • বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা (১৮৩৪)
  • ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইনের মৃত্যু (১৮৮২)
  • আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রতিষ্ঠা (১৯১৯)
  • পাকিস্তানের গণপরিষদে বাংলা ও উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা (১৯৫৪)
  • দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সিংম্যান রী ক্ষমতাচ্যুত (১৯৬০)
  • লাওসে ডানপন্থী সামরিক গোষ্ঠীর আন্দোলনে জোট সরকার ক্ষমতাচুত (১৯৬৪)
  • ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উৎক্ষিপ্ত (১৯৭৫)
  • যুক্তরাষ্ট্রের ওকলোহামায় একটি সরকারি ভবনে সন্ত্রাসীদের ট্রাকবোমা বিস্ফোরণে ১৬৮ জন নিহত (১৯৯৫)
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শার্টের বুকে ‘কাপুর’ লিখে আলোচনায় আলিয়া ভাট

ইতিহাসের এই দিনে, ১৯ এপ্রিল

আপডেট সময় ১২:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ বৃহস্পতিবার ১৯ এপ্রিল ২০১৮ সাল

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৯ এপ্রিল, ২০১৮, বৃহস্পতিবার। ৬ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

২০১৫ সালের এই দিনে বিশিষ্ট কূটনীতিবিদ কে এম শিহাবউদ্দিন বাধক্যের কারণে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে ও অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। শিহাবউদ্দিন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে দিল্লির পাকিস্তান দূতাবাসে কর্মরত অবস্থায় স্ত্রী ও দুই শিশুর জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও পাকিস্তান সরকারের পক্ষ ত্যাগ করে মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে কূটনৈতিক পর্যায়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। শিহাবউদ্দিনের জন্ম চট্টগ্রামের চন্দনাইশ থানার মোহাম্মদপুর গ্রামে। জীবদ্দশায় তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, হাঙ্গেরি, পোল্যান্ডসহ বেশ কয়েকটি দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এ ছাড়া ইউনেসকো ও বিশ্ব পর্যটন সংস্থায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

মুক্তিযোদ্ধা শহীদ সার্জেন্ট সামছুল করিম খান ওরফে সিরাজ এবং তাঁর ভাই মো. সগীর ওরফে সগীর খানের মৃত্যুবার্ষিকী আজ ১৯ এপ্রিল। মুক্তিযুদ্ধের সময় সিরাজ পাকিস্তান বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৭১ সালে মার্চে তিনি ঊশ^রদীতে একটি মোবাইল অবজারভার ইউনিটিতে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তানি বাহিনী ত্যাগ করে যুদ্ধে অংশ নেন এবং বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেন। এ সময় তাঁর পরিবার ঢাকা সেনানিবাসে বন্দী ছিল। পরিবারের সঙ্গে দেখা করতে ঢাকায় এলে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন। নির্যাতনের একপর্যায়ে ঢাকা সেনানিবাসে এই দিনে তিনি শহীদ হন। সিরাজের ছোট ভাই সগীর খান তাঁর খোঁজ নিতে গেলে পাকিস্তানি বাহিনী তাঁকেও হত্যা করে। সগীর তখন মহাখালীর জনস্বাস্থ্য কার্যালয়ে চাকরী করতেন।

১২৪৫ হিজরীর এই দিনে ইরানের বিশিষ্ট ফকিহ ও কবি আল্লামা আহমদ নারাকী মৃত্যুবরণ করেন। ১১৮৫ হিজরী সালে জন্মগ্রহণ করেন এবং শৈশব ও কৈশর পিতা মোল্লা মাহদী নারাকীর সাথে কাটান। তার পিতা মাহদী নারাকী তাকে ইসলামের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেন এবং তিনি একজন ফকীহর মর্যাদা লাভ করেন। আল্লামা নারাকী কয়েক বছর ইরাকের নাজাফেও শিক্ষা গ্রহণ করেন। ইরাক থেকে দেশে ফিরে তিনি কাশানে ফিরে সেখানকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেন। তিনি কিছু গুরুত্বপূর্ণ বইও লিখেছেন। যেমন- মেরাজুস সাদাত, আশরারুল হজ, মাশনাভি তাকাদিস ইত্যাদি।

১৮৮২ সালের ১৯ এপ্রিল ব্রিটেনের বিশিষ্ট জীববিজ্ঞানী, বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের উৎপত্তি ও বিকাশের তত্ত্বের প্রতিষ্ঠাতা চার্লেস ডারউইন মৃত্যু বরণ করেন। ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি শ্রেউসবার্গে তার জন্ম হয়। কিশোরবেলা থেকেই তিনি মিউজিয়াম সংক্রান্ত বিদ্যা ও রসায়নবিদ্যা ইত্যাদি প্রাকৃতিক বিজ্ঞান ভালবাসেন। ১৮৫৯ সালে ডারউইন “অরিজিন অব দি স্পেসিস” নামক তাঁর মহাগ্রন্থ প্রকাশ করেন এবং বিবর্তন তত্ত্ব প্রতিষ্ঠা করেন। বিবর্তনবাদ অর্থাৎ এক প্রাণী থেকে আরেক প্রাণীতে পরিবর্তন এ তত্ত্ব আবিষ্কার করে জীব বিজ্ঞানের ইতিহাসে অমর হয়ে আছেন এ বৃটিশ বিজ্ঞানী।

১৯০৬ সালের ১৯ এপ্রিল বিখ্যাত ফরাসী পদার্থ বিজ্ঞানী পিয়েরে কুরি মৃত্যুবরণ করেন।। তাঁর জন্ম ১৮৫৯ সালে। প্যারিস বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রী পাওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপক নিযুক্ত হন। এসময় তিনি মাদাম ম্যারি কুরির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে তারা দুজনে মিলে তেজস্ত্রিয়তা সম্পর্কে গবেষণা চালান। ১৯০৩ সালে ম্যাডাম ম্যারি কুরি ও পিয়েরে কুরি এক সাথে নোবেল পুরস্কার লাভ করেন।

১৯৯৩ সালের ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হামলায় ড্যাভিডিয়ানস নামের এক ধর্মীয় সম্প্রদায়ের শিশু, নারীসহ প্রায় ৮০ জন সদস্য নিহত হয়। এই গোষ্ঠীটি মার্কিন সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিল। এফবিআই-এর হামলার আগে তারা ৫১ দিন ধরে একটি ভবন দখলে রেখেছিল। এ নৃশংস হত্যাকান্ডের পর মার্কিন সরকার দাবি করে যে, ড্যাভিডিয়ানস সম্প্রদায়ের নেতা ড্যাভিড কোরেশ এফবিআইকে ধমক দিয়ে বলেছিলেন যে, যদি এফবিআইয়ের আইনপ্রয়োগকারী কর্মীরা তার ক্ষতি করার অপচেষ্টা করে সমুচিত জবাব দেয়া হবে। কিন্তু মার্কিন সরকারের এ বক্তব্যের বিরুদ্ধে সে সময় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে। কারণ বিনা বিচারে কাউকে হত্যা করা মানবাধিকার ও আইনের পরিপন্থী।

৫৯৯ হিজরী সনের ২৩শে রবিউস সানী সিরিয়ার ধর্মীয় প্রতিষ্ঠানের অধ্যাপক শাহাব উদ্দিন আব্দুর রহমান দামেশকী মোকাদ্দাসী দামেশকে জন্মগ্রহণ করেন। দামেশকের এই শিক্ষাবিদ আবু শামাহ নামে পরিচিতি লাভ করেন। তিনি মিশরের আলেকজান্দ্রিয়া থেকে হাদিস, ফিকাহসহ অন্যান্য বিষয়ে শিক্ষা লাভ করেন। অধ্যাপক আবু শামাহ বেশ কিছু মূল্যবান গ্রন্থ রচনা করেছেন।

২০০৫ সালের ১৯শে এপ্রিল পোপ দ্বিতীয় জন পলের মুত্যুর পর ষোড়শ বেনেডিক্ট ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু নির্বাচিত হন। তার আসল নাম জোসেফ আলোইস রাতজিঙ্গার। ষোড়শ বেনেডিক্ট ১৯২৭ সালের ১৬ই এপ্রিল জার্মানীর বাভারিয়ায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ধর্মীয় শিক্ষা শুরু করেন এবং ১৯৫১ সালে তিনি ধর্মতত্ত্ব কেন্দ্র থেকে পাদ্রী হিসেবে স্বীকৃতি পান। ১৯৭৭ সালের ২৭শে জুন তিনি কার্ডিনাল নির্বাচিত হন। ২০০২ সালের ৩০ নভেম্বর তিনি কার্ডিনাল কলেজের ডিন নির্বাচিত হবার পর কার্ডিনাল বিশপ হিসেবে পরিচিত পান। পোপ ষোড়শ বেনেডিক্ট বর্তমান রোমান ক্যাথলিক চার্চ এবং ভ্যাটিকান সিটির সর্বময় ক্ষমতার অধিকারী।

১৮০৭ সালের এই দিনে ব্রিটিশ বাহিনী মিশরের আলেক্সান্ড্রিয়া থেকে পিছু হটে এবং মিশরের কাছে পরাজিত হয়। ওসমানী খেলাফতকে দুর্বল করার লক্ষ্যে ব্রিটিশরা আলেক্সান্ড্রিয়া দখল করে নেয়। কিন্তু আলেক্সান্ড্রিয়ার তৎকালীন গভর্নর মোহাম্মদ আলী জনগণকে সাথে নিয়ে ব্রিটিশ ঔপনিবেশের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলেন। ব্রিটিশ বাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের মোকাবেলা তারা অত্যন্ত হালকা ও সাধারণ অস্ত্র নিয়ে মোকাবেলা করে। কিন্তু তারপরও ব্রিটিশরা ১৮০৭ সালের এই দিনে আলেক্সান্ড্রিয়া ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

  • যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের লেক্সিংটন ও কনকর্ড ব্রিটিশদের পরাজেয়ের মাধ্যমে মার্কিন স্বাধীনতা যুদ্ধের সূচনা (১৭৭৫)
  • কংগ্রেসে মার্কিন স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি ঘোষণা (১৭৮৩)
  • ইংরেজ কবি জর্জ বায়রনের মৃত্যু (১৮২৪)
  • বেঙ্গল চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা (১৮৩৪)
  • ইংরেজ প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইনের মৃত্যু (১৮৮২)
  • আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রতিষ্ঠা (১৯১৯)
  • পাকিস্তানের গণপরিষদে বাংলা ও উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা (১৯৫৪)
  • দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সিংম্যান রী ক্ষমতাচ্যুত (১৯৬০)
  • লাওসে ডানপন্থী সামরিক গোষ্ঠীর আন্দোলনে জোট সরকার ক্ষমতাচুত (১৯৬৪)
  • ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উৎক্ষিপ্ত (১৯৭৫)
  • যুক্তরাষ্ট্রের ওকলোহামায় একটি সরকারি ভবনে সন্ত্রাসীদের ট্রাকবোমা বিস্ফোরণে ১৬৮ জন নিহত (১৯৯৫)