আকাশ স্পোর্টস ডেস্ক:
রাজস্থান রয়েলসের বিপক্ষে ৭ উইকেটের জয় পেল কলকাতা নাইট রাইডার্স। এই জয়ে আইপিএলের চলমান ১১তম আসরে নিজেদের ৫ খেলায় ৬ পয়েন্ট তুলে নিয়ে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠে গেল কলকাতা। দুই ম্যাচ কম খেলে হায়দরাবাদের সংগ্রহ ৬ পয়েন্ট।
বুধবার আইপিএলের ১৫তম ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে রাজস্থান রয়েলস। টার্গেট তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।
দলের জয়ে ৩৬ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৮ রান করেন রবিন উথাপ্পা। ২৩ বলে ২ চার ও সমান ছক্কায় ৪২রান করে দলের জয় নিশ্চিত করেনঅধিনায়ক দিনেশ কার্তিক। এছাড়া ২৭ বলে ৩৫ রান করেননিথিশ রানা। বুধবার ভারতের জয়পুরের সয়াই মানসিং স্টেডিয়ামে টসে জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে পাঠায় কলকাতা। আইপিএলের চলমান ১১তম আসরে আগে ব্যাটিংয়ে নেমে আর্চি শর্টকে সঙ্গে নিয়ে উদ্বোধনীতে ৫৪ রানের জুটি গড়েন আজিঙ্কা রাহানে।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজস্থান। ১৯ বলে ৫ বাউন্ডারি ও এক ছক্কায়৩৬ রান করে সাজঘরে ফেরেনরাজস্থানের অধিনায়ক রাহানে।
আগের ম্যাচে ৯২ রানের ইনিংস খেলা সাঞ্জু স্যামসন এদিন ফেরেন মাত্র ৭ রানে।
ইনিংসের শুরু থেকে দায়িত্ব নিয়ে খেলে যাওয়া আর্চি শর্ট ফেরেন ৪৩ বলে ৪৪ রান করে।তার বিদায়ের পর আর কেউই উইকেটে স্থায়ী হতে পারেননি। নিয়মিত যাওয়া-আসার মিছিলে থাকায় শেষ পর্যন্ত ১৬০ রানেই গুটিয়ে যায় রাজস্থানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
রাজস্থান: ২০ ওভারে ১৬০/৮ রান (শর্ট ৪৪, রাহানে ৩৬; রানা ২/১১, টম ২/১৯)।
কলকাতা: ১৮.৫ ওভারে ১৬৩/৩ (উথাপ্পা ৪৮, কার্তিক ৪২*, রানা ৩৬*)।
ফল: কলকাতা ৭উইকেটেজয়ী।
ম্যাচ সেরা: নিথিশ রানা (কলকাতা)।
আকাশ নিউজ ডেস্ক 
























