আকাশ স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তানের চাওয়া ওয়ানডে সিরিজ। বাংলাদেশ চায় টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সাকিব-তামিমদের চাওয়া অনুসারে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজই খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। জুনের প্রথম সপ্তাহে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে ভারত সফরে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন সাকিব-তামিমরা। তবে কয় ম্যাচের সিরিজ হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তিন অথবা চার ম্যাচের সিরিজ হতে পারে। আফগানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজটি হবে ভারতের দেরাদুনে।
আকাশ নিউজ ডেস্ক 
























