অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পুকুরপাড় থেকে মো. শহিদুল্লাহ সোহাগ নামে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিজ বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শহিদুল্লাহ সোহাগ (৫৫) ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা।
নিহতের স্ত্রী মিনা বেগম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে মোবাইল চার্জ দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে পাশের মসজিদে যায়। কিন্তু রাত ১১টার পরও বাড়ি ফিরে না আসায় আত্মীয়স্বজনকে খবর দিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। পরে রাত ২টার দিকে বাড়ির পাশে জনৈক কামাল ঢালীর পুকুরপাড়ে তার লাশ পাওয়া যায়।
পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সোহাগকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে।
আকাশ নিউজ ডেস্ক 























