অাকাশ আর্ন্তজাতিক ডেস্কঃ
মেক্সিকোর উত্তরাঞ্চলে বুধবার পুলিশ ও প্রতিদ্বন্দ্বী দুটি অপরাধ চক্রের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ২৬ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান।
যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী রাজ্য চিহুয়াহুয়ার প্রসিকিউটরের অফিসের মুখপাত্র এডুয়ার্দো এসপারজা বলেন, লাস ভারাস শহরের কাছে ভোরের আগে প্রথমে প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী চক্রের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে সেখানে পুলিশ সদস্যরা এসে পড়লে সংঘর্ষ তীব্রতর হয়।
তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, জুয়ারেজ কার্টেলের সশস্ত্র শাখা ‘লা লিনেয়া’র সদস্য ও সিনালোয়া কার্টেলের হিটম্যানদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। রাজ্য পুলিশের প্রধান অস্কার অ্যাপারিসিও রেডিও ফর্মুলাকে বলেন, এই ঘটনায় ২৬ জন প্রাণ হারিয়েছে ও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই মাদক চক্রের সদস্য।
আকাশ নিউজ ডেস্ক 
























