আকাশ স্পোর্টস ডেস্ক:
পেশাদার ক্রিকেটকে ২০১৩ সালে গুডবাই জানালেও খেলা থেকে দূরে নেই শচীন টেন্ডুলকার। সুযোগ পেলেই ব্যাট হাতে নেমে পড়েন ১০০ সেঞ্চুরি করে অবসর নেয়া শচীনের। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও ক্রিকেট খেলছেন তিনি। সম্প্রতি ক্রিকেটের এই ‘ঈশ্বর’কে দেখা গেল মুম্বাইয়ের গলিতে।
চলছে আইপিএলের ধুমধারাক্কার। আইপিএলেই ব্যস্ত পুরো ভারত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই রমরমা আসর চলা অবস্থায় রাস্তায় ব্যাট নিয়ে নেপে পড়লেন শচীন।
শচীনের বন্ধু বিনোদ কাম্বলির পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন তরুণ মুম্বাইয়ের গলিতে ক্রিকেট খেলছেন। সেই রাস্তা ধরেই যাচ্ছিলেন শচীন। তরুণদের ক্রিকেট খেলা দেখে নিজেকে আর সামলাতে পারেননি তিনি। গাড়ি থেকে নেমে গলিতেই তরুণদের সঙ্গে ক্রিকেটে মজে যান ভারতের সাবেক এ অধিনায়ক।
একটি সূত্রে জানা যায়, হোটেলের কাজ শেষে রাতে অবসর সময়ে ল্যামপোস্টের আলোতে ক্রিকেট খেলছিলেন কিছু তরুণ। তাদের খেলা দেখেই গাড়ি থেকে নেমে ব্যাট হাতে নেমে পড়েন শচীন।
আকাশ নিউজ ডেস্ক 
























