আকাশ বিনোদন ডেস্ক:
গত জানুয়ারিতে নির্মম গণধর্ষণের পর হত্যার শিকার হয়েছিল কাশ্মীরে আট বছরের মুসলিম শিশু আসিফা বানু। ঘটনার চার মাস পর এ ঘটনায় পুলিশ অভিযোগপত্র দিলে ধর্ষক-খুনিদের পক্ষ নিয়ে প্রকাশ্যে মিছিল বের করে কাশ্মীরের ক্ষমতাসীন দল বিজেপি।
তবে ভারতের মানুষ বিজেপিকে সমর্থন করেনি। তারা আসিফার পক্ষে সরব হয়েছেন। ধর্ষণ-হত্যার বিচার দাবিতে সোচ্চার হয়েছেন। এমনকি আসিফার জন্য সরব হয়েছেন বলিউডের অভিনেত্রী সানি লিওন।
সামাজিকমাধ্যম টুইটারে আসিফার জন্য সরব হতে তৈরি করা #Kathua and #justiceforAsifa হ্যাশট্যাগ যোগ করে আবেগঘন পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী।
এতে দুই বছরের ছোট্ট মেয়ে নিশা ওয়াবার কাউরকে নিজের জ্যাকেটের ভেতরে ঢেকে বুকে আঁকড়ে ধরে ছবি পোস্ট করেছেন সানি।
ছবির ক্যাপশনে সানি লিখেছেন- আমি শপথ করছি, আমি আমার হৃদয়, আত্মা, শরীর সব কিছু দিয়ে জগতের সব খারাপ কিছু থেকে তোমাকে সুরক্ষিত রাখব। এমনকি আমার জীবন দিয়েও তোমায় সুরক্ষিত রাখব। এ জগতের প্রত্যেকটা শিশুই যেন সব খারাপ জিনিস থেকে এভাবে সুরক্ষিত থাকে। সবাই তাদের শিশুকে এভাবে আগলে রাখুন, তাদের যে এই খারাপ জিনিসগুলোর জন্য কোনো মূল্য দিতে না হয়।
আসিফা বানুর ধর্ষণ-হত্যার বিচার দাবিতে সানি লিওন ছাড়াও বলিউডের অভিনেতা সঞ্জয় কাপুর, সোনম কাপুর, অনিল কাপুর, কালকি কোয়েচলিন, জাভেদ আখতার, দিয়া মির্জাসহ অনেকেই সরব হয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























