আকাশ আইসিটি ডেস্ক:
গুগলের অভ্যাসই হলো প্রতিবছর নতুন নতুন সংস্করণ প্রকাশ করা।
সেই ধারাবাহিকতায় গত বছর এই সময়ে গুগল উন্মুক্ত করেছিল অ্যান্ড্রয়েড ৮ (অরিও), ঠিক তেমনি এ বছর উন্মুক্ত করতে চলেছে অ্যান্ড্রয়েড ৯ বা অ্যান্ড্রয়েড পি।
গুগল এখনো এই নতুন সংস্করণটির আনুষ্ঠানিক কোনো নামকরণ করেনি। এটিকে পরীক্ষামূলক পর্যায়ে ‘অ্যান্ড্রয়েড পি’ নামেই ডাকা হচ্ছে।
আপাতত এই নতুন সংস্করণটির পরীক্ষামূলক বিল্ডগুলো শুধু গুগলের নিজের স্মার্টফোন অর্থাৎ পিক্সেল, পিক্সেল ২ ইত্যাদিতে ইন্সটল করার সুযোগ রয়েছে। তবে অন্য সব স্মার্টফোনে খুব দ্রুত দেখা মিলবে না অ্যান্ড্রয়েড পি’র।
এমনকি গত বছর ও এ বছরের প্রথমদিকে উন্মুক্ত হওয়া ফ্ল্যাগশিপ এবং বিখ্যাত স্মার্টফোনগুলোই শুধু পেতে পারে অ্যান্ড্রয়েড পি আপডেট।
অ্যান্ড্রয়েড ললিপপের পর থেকে অ্যান্ড্রয়েডের কোনো আপডেটে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ফিচার যোগ করা হয়নি। এ ছাড়া বড় কোনো পরিবর্তনও করা হয়নি। এ বছরও এর কোনো ব্যতিক্রম হয়নি।
মূলত অ্যান্ড্রয়েডের এই নতুন সংস্করণে যা যা পরিবর্তন এবং উন্নয়ন করেছে গুগল, সেগুলোর অধিকাংশই ছোট ছোট ইম্প্রুভমেন্ট বা আন্ডার-দ্যা-হুড ইম্প্রুভমেন্ট।
কিন্তু উল্লেখ করার মতো কয়েকটি হাতে গোনা পরিবর্তনও আছে। যেমন, এই সংস্করণটির সাথে গুগল অফিশিয়ালি অ্যান্ড্রয়েডে আইফোন টেনের মতো নচ সাপোর্ট দিয়েছে। অর্থাৎ অ্যান্ড্রয়েড পি থেকে শুরু করা ফোনগুলো আইফোন টেনের ওপরে ডিসপ্লে কাটআউট সমর্থন করবে। আইফোন টেনের ডিজাইনের ভক্ত ছিলেন যারা, তাদের জন্য এটা অনেক বড় একটি সুবিধা বলা যায়।
এ ছাড়া অ্যান্ড্রয়েড পি-তে কুইক সেটিংস, নোটিফিকেশন বার ইত্যাদিতেও অনেক পরিবর্তন আনা হয়েছে, তবে সেগুলো খুব একটা বড় পরিবর্তন নয়।
যদিও আরেকটি বড় পরিবর্তন হচ্ছে স্ক্রিনশট এডিটর। যারা তাদের স্মার্টফোনে অনেক বেশি স্ক্রিনশট ক্যাপচার করেন এবং শেয়ার করেন, তাদের জন্য অনেক প্রয়োজনীয় একটি ফিচার হতে পারে এটি। অ্যান্ড্রয়েড পি- চালিত অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে স্ক্রিনশট নেওয়ার পরে সেটাকে এডিট করার জন্য আর থার্ড পার্টি কোনো অ্যাপের দরকার হবে না। স্ক্রিনশটের বেসিক এডিটিং করার জন্য ডিফল্ট টুল আগে থেকেই থাকবে অ্যান্ড্রয়েড পি-তে।
এখনো অ্যান্ড্রয়েড পি পরীক্ষামূলক পর্যায়ে আছে। ঠিক কবে গুগল এই সংস্করণটি সবার জন্য উন্মুক্ত করে দিবে তা জানা যায়নি। তবে গত বছরের রেকর্ড অনুযায়ী ধারণা করা যায় যে ২০১৮-এর শেষের দিকেই গুগল তাদের এই নতুন অ্যান্ড্রয়েড পি চূড়ান্তভাবে উন্মুক্ত করবে।
আকাশ নিউজ ডেস্ক 
























