অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের হারিনারায়ণপুর সরকার পাড়া গ্রামের বাক প্রতিবন্ধী জুলফিকার চৌধুরীর স্ত্রী মোছা: পারভিন বেগম (৩৫) কে গাছে বেধেঁ নির্যাতন করা হয়েছে।
পারভিন বেগম অভিযোগ করে বলেন গত ২৭ মার্চ দুপুর ১টায় একই এলাকার বাসিন্দা সহিদ, কামাল, নাজু, লিলি, রেজিয়া, জৎস্না, আনোয়ারা সহ সকলে মিলে গাছে বেধেঁ নির্যাতন করে।
পরে স্থানীয় ইউপি সদস্য মুকুল হেসেন এসে সন্ধা ৬টায় তাকে সেখান থেকে মুক্ত করে। নির্যাতন এর স্বীকার পারভিন বেগম স্থানীয় ভাবে বিচার না পাওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাদেক কুরাইসির সরণাপন্ন হলে তিনি তাকে থানায় অভিযোগের পরার্মশ্ব প্রদান করেন।
পারভিন বেগম ঠাকুরগাঁও সদর থানায় সোমবার (২ মার্চ) একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা জানান, ঘটনাটি আমরা জানিনা। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
আকাশ নিউজ ডেস্ক 

























