ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

রংপুরে স্ত্রীকে এসিডদগ্ধ করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আকাশ জাতীয় ডেস্ক :

রংপুরের গঙ্গাচড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে এসিডদগ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী রুবেল মিয়া পলাতক রয়েছে।

সোমবার দিবাগত রাতে (৬ জানুয়ারি) উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের দক্ষিণ চেংমারী গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের সেকেন্দার আলীর ছোট ছেলে রুবেল মিয়ার (৩৮) সঙ্গে তার স্ত্রী মারুফা আক্তার নিশির (৩৪) দীর্ঘদিন থেকে দাম্পত্য কলহ চলছিল। এরই জের ধরে গত ২৬ ডিসেম্বর রাতে স্ত্রীর শরীরে এসিড ছুড়ে মারে স্বামী রুবেল মিয়া। এতে নিশির পুরো শরীর ঝলসে যায়।

পরদিন সকালে দগ্ধ নিশিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর নিশিকে পুনরায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।

গত ৪ জানুয়ারি নিশির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে বাড়িতে নিয়ে আসে স্বামী রুবেল। এরপর ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাতে নিশি মারা যায়। খবর পেয়ে মঙ্গলবার আজ সকালে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জাহাঙ্গীর (২৬) বলেন, ‘রুবেল ও তার ভাই বোনেরা মিলে আমার বোনকে এসিড দগ্ধ করে বিনা চিকিৎসায় মেরে ফেলেছে। থানায় মামলা করলে রুবেল আমার চাচা চাচিকেও হত্যা করার হুমকি দিয়েছে। সে আমার চাচা চাচির কাছ থেকে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ফাঁকা স্ট্যাম্পে ভয় দেখিয়ে স্বাক্ষর নিয়েছে। আমি এসবের সুষ্ঠু বিচার চাই।’

এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে নিশিকে এসিডে পুড়িয়ে মারা হয়েছে কীনা তা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ছাড়া বলা মুশকিল। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

রংপুরে স্ত্রীকে এসিডদগ্ধ করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আপডেট সময় ০৭:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

আকাশ জাতীয় ডেস্ক :

রংপুরের গঙ্গাচড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে এসিডদগ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী রুবেল মিয়া পলাতক রয়েছে।

সোমবার দিবাগত রাতে (৬ জানুয়ারি) উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের দক্ষিণ চেংমারী গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের সেকেন্দার আলীর ছোট ছেলে রুবেল মিয়ার (৩৮) সঙ্গে তার স্ত্রী মারুফা আক্তার নিশির (৩৪) দীর্ঘদিন থেকে দাম্পত্য কলহ চলছিল। এরই জের ধরে গত ২৬ ডিসেম্বর রাতে স্ত্রীর শরীরে এসিড ছুড়ে মারে স্বামী রুবেল মিয়া। এতে নিশির পুরো শরীর ঝলসে যায়।

পরদিন সকালে দগ্ধ নিশিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর নিশিকে পুনরায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।

গত ৪ জানুয়ারি নিশির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে বাড়িতে নিয়ে আসে স্বামী রুবেল। এরপর ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাতে নিশি মারা যায়। খবর পেয়ে মঙ্গলবার আজ সকালে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জাহাঙ্গীর (২৬) বলেন, ‘রুবেল ও তার ভাই বোনেরা মিলে আমার বোনকে এসিড দগ্ধ করে বিনা চিকিৎসায় মেরে ফেলেছে। থানায় মামলা করলে রুবেল আমার চাচা চাচিকেও হত্যা করার হুমকি দিয়েছে। সে আমার চাচা চাচির কাছ থেকে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ফাঁকা স্ট্যাম্পে ভয় দেখিয়ে স্বাক্ষর নিয়েছে। আমি এসবের সুষ্ঠু বিচার চাই।’

এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে নিশিকে এসিডে পুড়িয়ে মারা হয়েছে কীনা তা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ছাড়া বলা মুশকিল। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।