ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সোফিয়াকে চুমু খেতে গেলেন হলিউড তারকা, তারপর…

আকাশ আইসিটি ডেস্ক:

হলিউড তারকা উইল স্মিথ। যারা জনপ্রিয়তা সারা বিশ্বজুড়ে। নারী ভক্তরা তার জন্য পাগল। তবে এবার ডেটে গিয়ে লজ্জার মুখে পড়তে হল এই জনপ্রিয় তারকাকে। যার সঙ্গে ডেটিংয়ে গিয়েছিলেন, তাকে চুমু খেতে চেয়েছিলেন স্মিথ। তবে তার সেই প্রস্তাব নাকচ করে দেন ওই নারী।

তবে ওই নারী কিন্তু কোনও যে সে নারী নয়। সে হলো-রোবট সোফিয়া। আর তার সঙ্গে ডেটিংয়ে করতে গিয়েছিলেন উইল স্মিথ। সম্প্রতি এই অভিনেতা তার ইউটিউব চ্যানেলে রোবট সোফিয়ার সাথে নিজের `ডেটিংয়ের` একটি হাস্যকর ভিডিও আপলোড করেন। তাতে দেখা যায়, রোবট সোফিয়ার সাথে ফ্লার্ট করতে গিয়ে হতাশ হতে হয়েছে উইল স্মিথকে।

উইল স্মিথ সোফিয়াকে চুমু দেওয়ার জন্য যখন নানা ভাবে বোঝানোর চেষ্টা করছেন, তখন অভিনেতার মুখের ওপর রোবটটি সাফ জানিয়ে দেয় যে, সে উইল স্মিথকে শুধুই বন্ধু হিসেবে গ্রহণ করেছে। এর বাইরে কিছু নয়। রোবটের এমন উত্তর শুনে ওই মুহূর্তে স্মিথের হতাশ হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোফিয়াকে চুমু খেতে গেলেন হলিউড তারকা, তারপর…

আপডেট সময় ১২:৪০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮

আকাশ আইসিটি ডেস্ক:

হলিউড তারকা উইল স্মিথ। যারা জনপ্রিয়তা সারা বিশ্বজুড়ে। নারী ভক্তরা তার জন্য পাগল। তবে এবার ডেটে গিয়ে লজ্জার মুখে পড়তে হল এই জনপ্রিয় তারকাকে। যার সঙ্গে ডেটিংয়ে গিয়েছিলেন, তাকে চুমু খেতে চেয়েছিলেন স্মিথ। তবে তার সেই প্রস্তাব নাকচ করে দেন ওই নারী।

তবে ওই নারী কিন্তু কোনও যে সে নারী নয়। সে হলো-রোবট সোফিয়া। আর তার সঙ্গে ডেটিংয়ে করতে গিয়েছিলেন উইল স্মিথ। সম্প্রতি এই অভিনেতা তার ইউটিউব চ্যানেলে রোবট সোফিয়ার সাথে নিজের `ডেটিংয়ের` একটি হাস্যকর ভিডিও আপলোড করেন। তাতে দেখা যায়, রোবট সোফিয়ার সাথে ফ্লার্ট করতে গিয়ে হতাশ হতে হয়েছে উইল স্মিথকে।

উইল স্মিথ সোফিয়াকে চুমু দেওয়ার জন্য যখন নানা ভাবে বোঝানোর চেষ্টা করছেন, তখন অভিনেতার মুখের ওপর রোবটটি সাফ জানিয়ে দেয় যে, সে উইল স্মিথকে শুধুই বন্ধু হিসেবে গ্রহণ করেছে। এর বাইরে কিছু নয়। রোবটের এমন উত্তর শুনে ওই মুহূর্তে স্মিথের হতাশ হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না।