আকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে রাশেদুল ইসলাম সবুজ (২৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বন্ধগেইট রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম সবুজ নগরীর বোয়ালিয়া থানার সুলতানাবাদ এলাকার সাইফুল ইলামের ছেলে।
স্থানীয়রা জানান, রাশেদুল ইসলাম সবুজ বন্ধ গেইট রেল লাইনের ধারে হাঁটছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রেন আসে। সবুজ অন্য মনস্ক থাকায় বিষয়টি বুঝতে পারে না। এতে ট্রেনে ডান পা হাঁটুর নিচ থেকে কাটা পড়ে ও মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৮টার দিকে তার মৃত্যু হয়।