আকাশ আইসিটি ডেস্ক:
বাবা-মায়ের স্মার্টফোন বা ট্যাবটি বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের খেলার সঙ্গী। এমন ডিভাইস ব্যবহার করে শিশুরা অনুপযোগী কিছু দেখছে কি না তা নিয়ে অভিভাবকরা চিন্তায় থাকেন।
তবে কৌশল জানা থাকলে এ চিন্তা থেকে মিলবে মুক্তি। এ জন্য ফোনে ইন্সটল করে নিতে হবে ‘কিড মুড’ নামের অ্যাপটি।
শিশুদের হাতে ফোন দেয়ার আগে অ্যাপটি চালু করে দিতে হবে। তাহলে শিশুরা অনুপযোগী কিছু দেখা বা ব্যবহার করার সুযোগ পাবে না স্মার্টফোনে।
একনজরে অ্যাপটির ফিচারগুলো:
এটিতে শিশুদের উপযোগী ভিডিও দেখা, গেম খেলা ও ছবি আঁকার সুবিধা রয়েছে।
অ্যাপটি চালু করতে প্রথমে নিবন্ধন করতে হবে। এতে অভিভাবকদের নাম, মেইল আইডি, জন্মতারিখ ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করতে হবে। তারপর শিশুর জন্য প্রোফাইল তৈরি করতে হবে।
প্রোফাইল অপশনে ক্লিক করে শিশুর নাম ও বয়স নির্ধারণ করে দেয়া যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























