আকাশ আইসিটি ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের মাই ফিটনেস প্যাল নামের একটি খাদ্য ও পুষ্টিসংক্রান্ত অ্যাপ থেকে সম্প্রতি চুরি হয়েছে কমপক্ষে ১৫ কোটি মানুষের তথ্য।
২৫ মার্চ এই তথ্য চুরির ঘটনা টের পায় ওই অ্যাপটির মালিক ‘আন্ডার আর্মার’ কোম্পানি। ২৯ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ২০১৮ সালের ফেব্রুয়ারির শেষ দিকে এই তথ্য চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় আন্ডার আর্মার তদন্ত করে দেখে, অন্তত ১৫ কোটি ব্যবহারকারীর ইউজার নেম, ই-মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চুরি হয়েছে। কোম্পানিটি এই অ্যাপ ব্যবহারকারীদের অবিলম্বে পাসওয়ার্ড পাল্টে ফেলার অনুরোধ জানিয়েছে।
তবে এ ঘটনায় ব্যবহারকারীদের সোশ্যাল সিকিউরিটি নম্বর এবং ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়নি বলে দাবি করেছে আন্ডার আর্মার। আন্ডার আর্মার জানিয়েছে, এই তথ্য চুরির ঘটনায় কে দায়ী, তা এখনও জানা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























