অাকাশ জাতীয় ডেস্ক:
কেরানীগঞ্জের আগানগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রবল বাতাসের কারণে মাত্র ৩০ মিনিটের আগুনে পুড়ে গেছে ৬০টি বসত ঘর ও ২০টি দোকান। এতে কেউ হতাহত না হলেও কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, খবর পেয়ে সদরঘাট ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে পুড়ে গেছে টিন সেডের ৬০টি ঘর ও ২০টি দোকান। পুড়ে যাওয়া ঘরগুলোর বেশিরভাগ ভাড়া নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ থাকতেন।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেনি। পুড়ে যাওয়া ঘরগুলো টিনসেডের। বাশ ও কাঠ দিয়ে তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সজিব সরকার জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 






















