ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টেলিযোগাযোগে গতি বাড়াতে উপগ্রহ পাঠাল ভারত

আকাশ আইসিটি ডেস্ক:

পৃথিবীর কক্ষপথে নতুন উপগ্রহ পাঠিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। দেশের ও সেনাবাহিনীর টেলিযোগাযোগ ব্যবস্থাকে দ্রুততর করতে এবং ‘চন্দ্রযান-২’ এর প্রস্তুতিতে হাই থ্রাস্ট বিকাশ ইঞ্জিনসহ চন্দ্রাভিযানের প্রয়োজনীয় কয়েকটি যন্ত্রাংশের পরীক্ষা নিরীক্ষা করতে এই উপগ্রহ পাঠিয়েছে দেশটি।

বৃহস্পতিবার ‘জিএসএলভি-এমকে ২’ বা ‘জিএসএলভি-০৮’ রকেটের পিঠে চাপিয়ে ‘জিস্যাট-৬ এ’ নামের উপগ্রহটি পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়।

ইসরো সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, দুই হাজার ১৪০ কিলোগ্রাম ওজনের উপগ্রহটিকে বিকাল ৪টা ৫৬ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় উৎক্ষেপণ স্থল থেকে পাঠানো হয়। ইসরোর এক কর্মকর্তা বলেছেন, ‘আপাতত ঠিক হয়েছে, আগামী অক্টোবরেই পাঠানো হবে ‘চন্দ্রযান-২’।

ইসরোর আরেক কর্মকর্তা জানান, ‘টেলিযোগাযোগ ব্যবস্থাকে উন্নততর করতে ২০১৫ সালের ২৭ আগস্ট কক্ষপথে পাঠানো হয়েছিল ‘জিস্যাট-৬’ উপগ্রহ। তবে তা সেনাবাহিনীর বিশেষ কোনো কাজে লাগছে না। কিন্তু এবার যে ‘জিস্যাট-৬এ’ উপগ্রহ কক্ষপথে পাঠানো হয়েছে, তা মূলত ব্যবহৃত হবে সেনাবাহিনীর টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য।

৪১৫.৬ টন ওজনের জিএসএলভি রকেট এই নিয়ে ১২তম বারের মতো কোনও উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে পৌঁছে দিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেলিযোগাযোগে গতি বাড়াতে উপগ্রহ পাঠাল ভারত

আপডেট সময় ১০:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮

আকাশ আইসিটি ডেস্ক:

পৃথিবীর কক্ষপথে নতুন উপগ্রহ পাঠিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। দেশের ও সেনাবাহিনীর টেলিযোগাযোগ ব্যবস্থাকে দ্রুততর করতে এবং ‘চন্দ্রযান-২’ এর প্রস্তুতিতে হাই থ্রাস্ট বিকাশ ইঞ্জিনসহ চন্দ্রাভিযানের প্রয়োজনীয় কয়েকটি যন্ত্রাংশের পরীক্ষা নিরীক্ষা করতে এই উপগ্রহ পাঠিয়েছে দেশটি।

বৃহস্পতিবার ‘জিএসএলভি-এমকে ২’ বা ‘জিএসএলভি-০৮’ রকেটের পিঠে চাপিয়ে ‘জিস্যাট-৬ এ’ নামের উপগ্রহটি পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়।

ইসরো সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, দুই হাজার ১৪০ কিলোগ্রাম ওজনের উপগ্রহটিকে বিকাল ৪টা ৫৬ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় উৎক্ষেপণ স্থল থেকে পাঠানো হয়। ইসরোর এক কর্মকর্তা বলেছেন, ‘আপাতত ঠিক হয়েছে, আগামী অক্টোবরেই পাঠানো হবে ‘চন্দ্রযান-২’।

ইসরোর আরেক কর্মকর্তা জানান, ‘টেলিযোগাযোগ ব্যবস্থাকে উন্নততর করতে ২০১৫ সালের ২৭ আগস্ট কক্ষপথে পাঠানো হয়েছিল ‘জিস্যাট-৬’ উপগ্রহ। তবে তা সেনাবাহিনীর বিশেষ কোনো কাজে লাগছে না। কিন্তু এবার যে ‘জিস্যাট-৬এ’ উপগ্রহ কক্ষপথে পাঠানো হয়েছে, তা মূলত ব্যবহৃত হবে সেনাবাহিনীর টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য।

৪১৫.৬ টন ওজনের জিএসএলভি রকেট এই নিয়ে ১২তম বারের মতো কোনও উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে পৌঁছে দিল।