আকাশ জাতীয় ডেস্ক:
কচুয়ায় জাতীয় শোক দিবস সামনে রেখে বঙ্গবন্ধুর ছবি সম্মিলিত পোষ্টার লাগাতে গিয়ে আটক হয়েছেন দুই আ’লীগ নেতা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যাক্তি ও রাজনীতির উর্দ্ধে। তাঁর এই অবমাননার প্রয়াস সমগ্র জাতিকে অবমাননার সামিল। দেশদ্রোহিতার শামিল।
আওয়ামী লীগ নেতা একরাম হোসেন ও পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী আক্কাছকে আটক করেছে পুলিশ। ৪ আগস্ট শুক্রবার রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবি সম্মিলিত শোকাবহ ১৫ আগস্টের পোস্টার কচুয়া পৌরসভাধীন আওয়ামী লীগ দলীয় কার্যালয় এলাকায় সাঁটানের সময় উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনের নেতৃত্বে কয়েকজন নেতা কর্মী তাদের মারধর করে পোষ্টার ছিঁড়ে পুলিশে সোপর্দ করে।
পরে রাত ১২টার চাঁদপুরের পুলিশ সুপারের হস্তক্ষেপে আটককৃত ওই দুই নেতাকে ছেড়ে দেওয়া হয়। এ ব্যপারে কচুয়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান তাদের আটকের বিষয়টির সত্যতা স্বীকার করেন এবং তাদেরকে ছেড়ে দেয়ার কথা স্বীকার করেন।
মো: আলমগীর তালুকদার. কচুয়া প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 





















