ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ দেশ বিক্রি করে অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছিল: আসিফ নজরুল প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, একজনের মৃত্যু ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি অনিয়মের প্রমাণ থাকলে যেকোনো বিচার মেনে নিতে প্রস্তুত: আসিফ এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী

রঙিন চুলে নানা বিপদ, দেখুন ছবিতে

আকাশ নিউজ ডেস্ক:

নিজেকে সুন্দর করে সাজাতে কত কিছুই না করে থাকে নারীরা। রঙে ঢংয়ে বিভিন্ন ধরনের পোশাকের সঙ্গে মিলিয়ে ঘড়ি, চুড়ি, জুতা, লিপিস্টিক এমকি এখন চুলের রং ড্রেসের সঙ্গে মিলিয়ে নিতে চান অনেকে।

তাই চুলের কালার বা হাইলাইট করার ট্রেন্ড বেশ চলছে। চেহারায় একটা আলাদা ভাব নিয়ে আসতে বা অকালেই পাকা চুল গুলোকে ঢাকতে হেয়ার কালারই যেন একমাত্র ভরসা। তবে দুঃখের ব্যাপার হল এসব হেয়ার কালারে রয়েছে ক্ষতিকর অ্যামোনিয়া; যা এক ধরনের ক্যামিকেল ব্লিচিং এজেন্ট। এটি চুলকে কালার করার সঙ্গে সঙ্গে চুলকে রুক্ষ ও নিষ্প্রাণ করে তোলে। যার ফলে চুল পড়ে যায়। এছাড়া ওই হেয়ার ক্যালারে হতে পারে চোখে ভয়াবহ বিপদ। এছাড়া এলার্জি থেকে শুরু করে রঙিন চুলে রয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি।

চুল কালার করার সময় আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। একটু হেরফের হলেই ঘটে যেতে পারে ভয়াবহ বিপদ।

আসুন যেনে নেই এমন ৫ বিপদের কথা।

ত্বকে ক্যান্সার :

যারা চুল রং করে থাকেন তাদের ত্বকে ক্যান্সার হতে পারে বলে জানিয়েছে আমেরিকান ক্যান্সার সোসাইটি। চুলের রং এবং ক্যান্সারের মধ্যে সম্পর্কের ওপর অসংখ্য গবেষণা রয়েছে।

অ্যালার্জিক প্রতিক্রিয়া :

চুলের রং সাধারণত প্যারফেইনিলেনিয়ামিন থাকে, যা সাধারণ চামড়া এলার্জিগুলোর জন্য দায়ী। এই চামড়া এলার্জি যেমন গোটা, দাগ এবং গুরুতর খোঁচা আকারে আসতে পারে।

শ্বাস সমস্যা :

চুলের রং ত্বককে ধারণ করে। চুলের রঙের থাকা ক্ষতিকারক রাসায়নিকগুলো শ্বাস প্রশ্বাসের সমস্যা সৃষ্টি করতে পারে।

ত্বকে সংক্রমণ :

চুলের রং থেকে চামড়ায় অ্যালার্জির সংক্রামণ হতে পারে। আপনার সারা শরীর আক্রান্ত হয়ে আপনি হতে পারে অসুস্থ।

চোখের সংক্রমণ :

চুল রঙের প্যাক সব সময় চোখ থেকে দূরে রাখতে হবে। চুলের রং চোখের জন্য খুবই ক্ষতিকর। কারণ চুলের রং যদি আপনার চোখে প্রবেশ করে হতে পারে অ্যালার্জির সংত্রমণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রঙিন চুলে নানা বিপদ, দেখুন ছবিতে

আপডেট সময় ০৭:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮

আকাশ নিউজ ডেস্ক:

নিজেকে সুন্দর করে সাজাতে কত কিছুই না করে থাকে নারীরা। রঙে ঢংয়ে বিভিন্ন ধরনের পোশাকের সঙ্গে মিলিয়ে ঘড়ি, চুড়ি, জুতা, লিপিস্টিক এমকি এখন চুলের রং ড্রেসের সঙ্গে মিলিয়ে নিতে চান অনেকে।

তাই চুলের কালার বা হাইলাইট করার ট্রেন্ড বেশ চলছে। চেহারায় একটা আলাদা ভাব নিয়ে আসতে বা অকালেই পাকা চুল গুলোকে ঢাকতে হেয়ার কালারই যেন একমাত্র ভরসা। তবে দুঃখের ব্যাপার হল এসব হেয়ার কালারে রয়েছে ক্ষতিকর অ্যামোনিয়া; যা এক ধরনের ক্যামিকেল ব্লিচিং এজেন্ট। এটি চুলকে কালার করার সঙ্গে সঙ্গে চুলকে রুক্ষ ও নিষ্প্রাণ করে তোলে। যার ফলে চুল পড়ে যায়। এছাড়া ওই হেয়ার ক্যালারে হতে পারে চোখে ভয়াবহ বিপদ। এছাড়া এলার্জি থেকে শুরু করে রঙিন চুলে রয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি।

চুল কালার করার সময় আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। একটু হেরফের হলেই ঘটে যেতে পারে ভয়াবহ বিপদ।

আসুন যেনে নেই এমন ৫ বিপদের কথা।

ত্বকে ক্যান্সার :

যারা চুল রং করে থাকেন তাদের ত্বকে ক্যান্সার হতে পারে বলে জানিয়েছে আমেরিকান ক্যান্সার সোসাইটি। চুলের রং এবং ক্যান্সারের মধ্যে সম্পর্কের ওপর অসংখ্য গবেষণা রয়েছে।

অ্যালার্জিক প্রতিক্রিয়া :

চুলের রং সাধারণত প্যারফেইনিলেনিয়ামিন থাকে, যা সাধারণ চামড়া এলার্জিগুলোর জন্য দায়ী। এই চামড়া এলার্জি যেমন গোটা, দাগ এবং গুরুতর খোঁচা আকারে আসতে পারে।

শ্বাস সমস্যা :

চুলের রং ত্বককে ধারণ করে। চুলের রঙের থাকা ক্ষতিকারক রাসায়নিকগুলো শ্বাস প্রশ্বাসের সমস্যা সৃষ্টি করতে পারে।

ত্বকে সংক্রমণ :

চুলের রং থেকে চামড়ায় অ্যালার্জির সংক্রামণ হতে পারে। আপনার সারা শরীর আক্রান্ত হয়ে আপনি হতে পারে অসুস্থ।

চোখের সংক্রমণ :

চুল রঙের প্যাক সব সময় চোখ থেকে দূরে রাখতে হবে। চুলের রং চোখের জন্য খুবই ক্ষতিকর। কারণ চুলের রং যদি আপনার চোখে প্রবেশ করে হতে পারে অ্যালার্জির সংত্রমণ।