আকাশ আইসিটি ডেস্ক:
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছেরকে বাংলাদেশ বেতারে সহকারি পরিচালক (অনুষ্ঠান) হিসেবে সরিয়ে দেয়া হয়েছে। বুধবার উপ সচিব মুহাম্মদ এনাম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারী করা হলো’ লিখে একটি চিঠি দেয়া হয়েছে।
আবু নাছেরকে ২০১৪ সালের ১৪ মে বাংলাদেশ বেতার থেকে আইসিটি মন্ত্রণালয়ে নিয়ে আসা হয়। বুধবারের অফিস আদেশে বলা হয়েছে, মো. আবু নাছেরের সংযুক্তি আদেশ নং ১৫.০০.০০০০.০২১.১৯.০০৪.১২.২৪৭, তারিখ ১৪-০৫-২০১৪ বাতিলকরত: তাঁকে মূল পদে বাংলাদেশ বেতারে ফেরৎ প্রদান করা হলো।
এর আগে ৩১তম বিসিএসধারী এই সরকারি কর্মকর্তা ২০১৩ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ বেতারের সহকারি পরিচালক হিসেবে কর্মজীবনে প্রবেশ করেন।
মো. আবু নাছেরের জন্ম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ ডেমশার গোয়াজর পাড়ায়। বাবা-মায়ের প্রথম সন্তান। বাবা ব্যবসায়ী। মা সরকারি চাকরিজীবী।
চার ভাই-বোনের মধ্যে নাছের সবার বড়। চট্টগ্রাম বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসিতে তিনি প্রথম বিভাগে পাস করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে গ্র্যাজুয়েশন করে ব্যাংকিংয়ে এমবিএ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
আকাশ নিউজ ডেস্ক 

























