আকাশ আইসিটি ডেস্ক:
চীনের বাজারে এলো ভিভোর নতুন ফোন এক্স ২১। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ৬ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে রয়েছে বড় ডিসপ্লে। এই ফোনে আইফোন এক্স’র মত নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তাই এটা দেখতে অনেকটা আইফোনের মতই।
ভিভোর নতুন এই ফ্লাগশিপ ডিভাইসটিতে রয়েছে ৬.২৮ ইঞ্চির সুপারঅ্যামোলিড ডিসপ্লে। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে।
রুবি রেড এবং ব্ল্যাক এই দুইটি রঙে ফোনটির পাওয়া যাচ্ছে। চীনের বাজারে এর মূল্য ৩১৯৮ চাইনিজ ইয়েন। এই ফোনটি ইউডি ভার্সন বিক্রি হচ্ছে ৩৫৯৮ ইয়েনে।
এক্স ২১ ফোনটিতে ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট রয়েছে। ছবির জন্য রয়েছে ১২ মেগাপিক্সেলের দুইটি রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।
অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেমের সঙ্গে আছে ফানটাচ ওস ৪.০। ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির এই ফোনটিতে ইউএসবি টাইপ ২.০ পোর্ট রয়েছে। ফোনটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।
আকাশ নিউজ ডেস্ক 
























