আকাশ আইসিটি ডেস্ক:
বাজাজের জনপ্রিয় কমিউটার মোটরসাইকেল সিটি ১০০ এর দাম কমলো। বাজাজের জন্মস্থান ভারতে এর দাম কমানো হয়েছে। এর পূর্বমূল্য ছিল ৩২ হাজার ৬৫৩ রুপি। এটি এখন পাওয়া যাচ্ছে ৩০ হাজার ৭১৪ রুপিতে।
ভারতে দুইটি ভার্সনে সিটি ১০০ পাওয়া যাচ্ছে। একটি হলো এন্ট্রি লেভেল বি ভেরিয়েন্ট। অন্যটি হলো কেএস। দাম কমেছে এন্ট্রি লেভেল বি ভেরিয়েন্টের।
সিটি ১০০ শুরুতে স্পোকের চাকায় বাজারে এসেছিল। এটি এখন অ্যালয় হুইলে পাওয়া যাচ্ছে। এতে আছে৯৯.২৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এর ম্যাক্স পাওয়ার ৭৫০০ আরপিএম@৮.০৫ এনএম। টর্ক ৪৫০০ আরপিএম।
ফোর স্পিড গিয়ার বক্সের এই বাইকটির সামনের চাকায় আছে টেলিস্কোপিক ফর্ক। পেছনের চাকায় আছে টুইন শর্ক অ্যাবসর্ভার। উভয় চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে।
বাইক দাবি করছে সিটি ১০০ এর ৯০ কিলোমিটার টপস্পিড পাওয়া যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























