ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গুগল ক্রোম ওএস চালিত ট্যাব আনলো এসার

আকাশ আইসিটি ডেস্ক:

এই প্রথম গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম(ওএস) চালিত ট্যাব আনলো এসার। মডেল এসার ক্রোমবুক ১০। এটি একটি এডুকেশন ট্যাবলেট। এতে বিভিন্ন ডিজিটাল শিক্ষা উপকরণ রয়েছে।

ট্যাবটি স্টাইলাস পেন সমর্থন করে। এছাড়াও এতে আএর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে আছে ৯.৭ ইঞ্চির কিউএক্সজিএ ডিসপ্লে। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ২০৪৮x১৫৩৬ পিক্সেল। পিক্সেলের ঘনত্ব ২৬৪ পিপিআই।

ডিভাইসটির রিয়ারে আছে ২ মেগাপিক্সেলের এইচডি ওয়েবক্যাম এবং ডুয়েল মাইক্রোফোন। পেছনে আছে ৫ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা।

এসার দাবি করছে তাদের নতুন এই ট্যাবে নয় ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে।

ট্যাবটিতে রয়েছে ওপিওয়ান সিক্স কোর প্রসেসর, ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। কানেকটিভিটির জন্য আছে ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট।

ট্যাবটির দাম ৩২৯ ডলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুগল ক্রোম ওএস চালিত ট্যাব আনলো এসার

আপডেট সময় ০৯:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮

আকাশ আইসিটি ডেস্ক:

এই প্রথম গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম(ওএস) চালিত ট্যাব আনলো এসার। মডেল এসার ক্রোমবুক ১০। এটি একটি এডুকেশন ট্যাবলেট। এতে বিভিন্ন ডিজিটাল শিক্ষা উপকরণ রয়েছে।

ট্যাবটি স্টাইলাস পেন সমর্থন করে। এছাড়াও এতে আএর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে আছে ৯.৭ ইঞ্চির কিউএক্সজিএ ডিসপ্লে। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ২০৪৮x১৫৩৬ পিক্সেল। পিক্সেলের ঘনত্ব ২৬৪ পিপিআই।

ডিভাইসটির রিয়ারে আছে ২ মেগাপিক্সেলের এইচডি ওয়েবক্যাম এবং ডুয়েল মাইক্রোফোন। পেছনে আছে ৫ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা।

এসার দাবি করছে তাদের নতুন এই ট্যাবে নয় ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে।

ট্যাবটিতে রয়েছে ওপিওয়ান সিক্স কোর প্রসেসর, ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। কানেকটিভিটির জন্য আছে ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট।

ট্যাবটির দাম ৩২৯ ডলার।