আকাশ আইসিটি ডেস্ক:
শক্তিশালী ব্যাটারির নতুন একটি ফিটনেস ব্যান্ড এনেছে গার্মিন। মডেল গার্মিন ফিটবিট ফোর। অলওয়েজ অন ডিসপ্লে সম্বলিত ডিভাইসটিতে বছরে মাত্র একবার চার্জ দিতে। ভারতের বাজারে এটি বিক্রি হচ্ছে ৪৯৯৯ ডলারে।
অ্যাকটিভিটি ট্রেকার সমৃদ্ধ ডিভাইসটিতে ব্যান্ডটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে। রেগুলার এবং লার্জ এই দুইটি সাইজে এটি কেনা যাবে।
ব্যান্ডটি পরিচালনার জন্য এতে কয়েন সেল সমৃদ্ধ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লে প্রখর সূর্যালোকেও দৃশ্যমান হয়। এর ডিসপ্লেতে সময়, তারিখ, স্টপওয়াচ এবং স্টেপ কাউন্টার বিল্টইন রয়েছে।
বিশেষ ফিচার হিসেবে আছে ওয়াকিং, রানিং, বাইকিং এবং সুইমিং ট্রেকার। এছাড়াও ফোনের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে পেয়ার করে নোটিফিকেশন পাওয়া যাবে।
আকাশ নিউজ ডেস্ক 
























