ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তরুণ ও অভিজ্ঞরা মিলেই বেসিসকে এগিয়ে নিয়ে যাবো: মাহবুব হাসান

আকাশ আইসিটি ডেস্ক:

দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির এবারের নির্বাচন হবে ৩১ মার্চ। নির্বাচন ঘিরে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে শুরু হয়েছে তুমুল আলোচনা।

নয় সদস্যের নির্বাহী কমিটির জন্য এবার ৪০টি মনোনয়নপত্র জমা পড়লেও শেষ পর্যন্ত ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ৩টি প্যানেলে ২৬ জন এবং ৫ জন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহন করছেন।

বাংলাদেশের অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেসের (বেসিস) কার্যনির্বাহী কমিটিতে এবার ৩টি প্যানেল থাকলেও নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতকে তারুণ্যে উদ্দীপ্ত করে এ খাতে গতিশীলতা আনতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহন করছেন মাহবুব হোসেন ।

মাহবুব হোসেন বলেন, সব কাজে তরুণদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা নিশ্চিত করতে চাই। তরুণ ও অভিজ্ঞদের সম্মিলিত মেধায় বেসিসকে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি সদস্যদের মধ্যে যোগাযোগ বাড়ানোর তাগিদ অনুভব করেন। দেশীয় কোম্পানিগুলোকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেয়ার পাশাপাশি বেসিসকে আরও কার্যকরী সদস্যবান্ধব করবেন বলে আশ্বাস দেন তিনি।

নির্বাচিত হলে ছোট ছোট উদ্যোক্তা প্রতিষ্ঠানের জন্য ঋণের ব্যবস্থা করবেন বলে জানান মাহবুব হোসেন। তিনি বলেন, স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত মূলধনের অভাবে অঙ্কুরেই ঝরে যায়। তাদের পাশে কেউ দাঁড়ায় না। আমি চেষ্টা করবো তাদের পাশে দাঁড়াতে, ঋণের ব্যবস্থা করে তাদের সপ্ন বাস্তবায়নে সহায়তা করবো।

মাহবুব হাসান ম্যাক্স আইটির ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি একজন আইটি গ্রাজুয়েট, যিনি শিক্ষাজীবনের শুরু থেকেই বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত আছেন। দ্রুত পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তি খাতে একজন জ্ঞানপিপাসু উদীয়মান সফল উদ্যোক্তা হিসেবে স্টার্টআপ ডেভেলপমেন্ট, বিজনেস নেটওয়ার্কিং, ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং বিষয়ে রয়েছে তার অগাধ পারদর্শিতা ও অভিজ্ঞতা। তথ্যপ্রযুক্তি খাতে তিনি বাংলাদেশের একজন তরুণ সফল উদ্যোক্তা।

২০০৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম সফটওয়্যার ও ওয়েব ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ম্যাক্স আইটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন। ২০১১ সালে বাংলাদেশের মার্কেটে সাফল্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি দেশের সীমানা ছাড়িয়ে সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ম্যাক্স আইটির কার্যক্রম সফলভাবে বৃদ্ধি করেন।

২০১৪ সালে তার এই সাফল্যের পালকে নতুন মাইলফলক যুক্ত করেন সিঙ্গাপুর ভিত্তিক একটি টেলিকম কোম্পানি সঙ্গে চুক্তি করে। মাহবুব হাসান তার দেশীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্কিং এর বিস্তৃতির মাধ্যমে এদেশের আইটি ইন্ড্রাস্ট্রিকে সফল, সঠিক এবং যুগোপযোগী নেতৃত্ব প্রদানে দৃঢ়ভাবে বিশ্বাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তরুণ ও অভিজ্ঞরা মিলেই বেসিসকে এগিয়ে নিয়ে যাবো: মাহবুব হাসান

আপডেট সময় ০৪:১৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮

আকাশ আইসিটি ডেস্ক:

দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির এবারের নির্বাচন হবে ৩১ মার্চ। নির্বাচন ঘিরে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে শুরু হয়েছে তুমুল আলোচনা।

নয় সদস্যের নির্বাহী কমিটির জন্য এবার ৪০টি মনোনয়নপত্র জমা পড়লেও শেষ পর্যন্ত ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। ৩টি প্যানেলে ২৬ জন এবং ৫ জন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহন করছেন।

বাংলাদেশের অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেসের (বেসিস) কার্যনির্বাহী কমিটিতে এবার ৩টি প্যানেল থাকলেও নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতকে তারুণ্যে উদ্দীপ্ত করে এ খাতে গতিশীলতা আনতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহন করছেন মাহবুব হোসেন ।

মাহবুব হোসেন বলেন, সব কাজে তরুণদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা নিশ্চিত করতে চাই। তরুণ ও অভিজ্ঞদের সম্মিলিত মেধায় বেসিসকে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি সদস্যদের মধ্যে যোগাযোগ বাড়ানোর তাগিদ অনুভব করেন। দেশীয় কোম্পানিগুলোকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেয়ার পাশাপাশি বেসিসকে আরও কার্যকরী সদস্যবান্ধব করবেন বলে আশ্বাস দেন তিনি।

নির্বাচিত হলে ছোট ছোট উদ্যোক্তা প্রতিষ্ঠানের জন্য ঋণের ব্যবস্থা করবেন বলে জানান মাহবুব হোসেন। তিনি বলেন, স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত মূলধনের অভাবে অঙ্কুরেই ঝরে যায়। তাদের পাশে কেউ দাঁড়ায় না। আমি চেষ্টা করবো তাদের পাশে দাঁড়াতে, ঋণের ব্যবস্থা করে তাদের সপ্ন বাস্তবায়নে সহায়তা করবো।

মাহবুব হাসান ম্যাক্স আইটির ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি একজন আইটি গ্রাজুয়েট, যিনি শিক্ষাজীবনের শুরু থেকেই বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত আছেন। দ্রুত পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তি খাতে একজন জ্ঞানপিপাসু উদীয়মান সফল উদ্যোক্তা হিসেবে স্টার্টআপ ডেভেলপমেন্ট, বিজনেস নেটওয়ার্কিং, ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং বিষয়ে রয়েছে তার অগাধ পারদর্শিতা ও অভিজ্ঞতা। তথ্যপ্রযুক্তি খাতে তিনি বাংলাদেশের একজন তরুণ সফল উদ্যোক্তা।

২০০৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম সফটওয়্যার ও ওয়েব ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ম্যাক্স আইটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন। ২০১১ সালে বাংলাদেশের মার্কেটে সাফল্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি দেশের সীমানা ছাড়িয়ে সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ম্যাক্স আইটির কার্যক্রম সফলভাবে বৃদ্ধি করেন।

২০১৪ সালে তার এই সাফল্যের পালকে নতুন মাইলফলক যুক্ত করেন সিঙ্গাপুর ভিত্তিক একটি টেলিকম কোম্পানি সঙ্গে চুক্তি করে। মাহবুব হাসান তার দেশীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্কিং এর বিস্তৃতির মাধ্যমে এদেশের আইটি ইন্ড্রাস্ট্রিকে সফল, সঠিক এবং যুগোপযোগী নেতৃত্ব প্রদানে দৃঢ়ভাবে বিশ্বাসী।