অাকাশ জাতীয় ডেস্ক:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে ২৬৫টি ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মোহাম্মদপুর কৃষ্ণনগর এলাকার জহিরুল ইসলাম ও বেলাগাঁও এলাকার বিল্লাল আহমদ।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক অমর কুমার সেন ও এএসআই উত্তম কুমার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদে জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬৫টি ইয়াবাসহ তাদের আটক করে জেলা মাদক দ্রব্য অফিস।
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে উপ-পরিচালক আমর কুমার সেন বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দীর্ঘদিন যাবত জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, ইয়াবার আনুমানিক বাজার মৃল্য ১ লক্ষ ৩ হাজার ২৪৫ টাকা।
আকাশ নিউজ ডেস্ক 
























