ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

গরুর মাংসের ভুনা কাবাব

আকাশ নিউজ ডেস্ক: 

গুরুর মাংস খেতে কার না পছন্দ হয়।গুরুর মাংস ভুনা হয়তো অনেকেই খেয়েছেন। কিন্তু কখনো কি গুরুর মাংসের ভুনা কাবাব খেয়েছেন।আপনার প্রতিদিনের মাংস রান্নায় ভিন্ন স্বাদ পেতে এবং অতিথি অপ্যায়নে ও পরিবারে প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করুন গরুর মাংসের ভুনা কাবাব।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন গরুর মাংসের ভুনা কাবাব।

উপকরণ :

মাংস এক কেজি, তেল পরিমাণমতো, তেজপাতা একটি, এলাচ দুটি, দারুচিনি তিন টুকরা, লবঙ্গ দুটি, পেঁয়াজ স্লাইস দুই কাপ, জিরা বাটা দুই চা চামচ, জয়ত্রি বাটা কোয়ার্টার চা চামচ, আদা বাটা দুই চা চামচ, রসুন বাটা দুই চা চামচ, ধনে বাটা দুই চা চামচ, গোলমরিচ বাটা এক চা চামচ, টকদই এক কাপ

প্রস্তুত প্রণালি :

প্রথমে মাংস পাটায় ছেঁচে কিমা করুন। এরপর তেলে তেজপাতা, গরম মসলা ও পেঁয়াজ দিয়ে ভাজুন। এরপর পেঁয়াজ হালকা বাদামি রং হলে তুলে রাখুন। এবার এক চা চামচ জিরা তেলে অল্প ভেজে পেঁয়াজের সঙ্গে তুলে রাখুন। এরপর ভাজা পেঁয়াজ ও জিরা বেটে নিন। এরপর মাংস তেলে ভেজে নিন। এবার মাংস ভাজা হলে অন্যান্য বাটা মসলা, দই ও লবণ মাংসে দিন। এরপর মাংস সেদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিন। এরপর ঢেকে অল্প আঁচে রান্না করুন। পানি শুকালে মাংস কষিয়ে নিন। এরপর নামানোর আগে বাটা পেঁয়াজ ও গরম মসলা দিয়ে অল্পক্ষণ কষিয়ে নিন। এরপর তেল মাংসের ওপরে উঠলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভুনা কাবাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কী কারণে ভাঙছে তাহসান-রোজার সংসার

গরুর মাংসের ভুনা কাবাব

আপডেট সময় ০৬:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮

আকাশ নিউজ ডেস্ক: 

গুরুর মাংস খেতে কার না পছন্দ হয়।গুরুর মাংস ভুনা হয়তো অনেকেই খেয়েছেন। কিন্তু কখনো কি গুরুর মাংসের ভুনা কাবাব খেয়েছেন।আপনার প্রতিদিনের মাংস রান্নায় ভিন্ন স্বাদ পেতে এবং অতিথি অপ্যায়নে ও পরিবারে প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করুন গরুর মাংসের ভুনা কাবাব।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন গরুর মাংসের ভুনা কাবাব।

উপকরণ :

মাংস এক কেজি, তেল পরিমাণমতো, তেজপাতা একটি, এলাচ দুটি, দারুচিনি তিন টুকরা, লবঙ্গ দুটি, পেঁয়াজ স্লাইস দুই কাপ, জিরা বাটা দুই চা চামচ, জয়ত্রি বাটা কোয়ার্টার চা চামচ, আদা বাটা দুই চা চামচ, রসুন বাটা দুই চা চামচ, ধনে বাটা দুই চা চামচ, গোলমরিচ বাটা এক চা চামচ, টকদই এক কাপ

প্রস্তুত প্রণালি :

প্রথমে মাংস পাটায় ছেঁচে কিমা করুন। এরপর তেলে তেজপাতা, গরম মসলা ও পেঁয়াজ দিয়ে ভাজুন। এরপর পেঁয়াজ হালকা বাদামি রং হলে তুলে রাখুন। এবার এক চা চামচ জিরা তেলে অল্প ভেজে পেঁয়াজের সঙ্গে তুলে রাখুন। এরপর ভাজা পেঁয়াজ ও জিরা বেটে নিন। এরপর মাংস তেলে ভেজে নিন। এবার মাংস ভাজা হলে অন্যান্য বাটা মসলা, দই ও লবণ মাংসে দিন। এরপর মাংস সেদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিন। এরপর ঢেকে অল্প আঁচে রান্না করুন। পানি শুকালে মাংস কষিয়ে নিন। এরপর নামানোর আগে বাটা পেঁয়াজ ও গরম মসলা দিয়ে অল্পক্ষণ কষিয়ে নিন। এরপর তেল মাংসের ওপরে উঠলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভুনা কাবাব।