অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আটক করেছে র্যাব। শনিবার সকালে সদর উপজেলার পাইকপাড়া এলাকা থেকে মশিউর নামে ওই জঙ্গি সদস্যকে আটক করা হয়।
তিনি লাখাই উপজেলার বামৈ গ্রামের মমিন হোসেনের ছেলে মশিউর রহমান। সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
র্যাব জানায়, গত ডিসেম্বরে তার সহযোগীদের গ্রেফতার করা হয়। মশিউর দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন। গোপন সূত্রে খবর পেয়ে সিলেট র্যাব-৯ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে পাইকপাড়া থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























