আকাশ আইসিটি ডেস্ক:
ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত ফোন আনছে নকিয়া। নতুন নকিয়া ফোনে এই ফিচার পাওয়া যাবে। ফোনটির মডেল নকিয়া নাইন।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মোবাইল কংগ্রেসের ইভেন্টে নকিয়া তাদের নতুন ফোন নকিয়া ওয়ান, নকিয়া সিক্স, নকিয়া সেভেন এবং নকিয়া এইট বাজারে আনার ঘোষণা দিয়েছিল। ফোনগুলো প্রদর্শনও করেছিল।
যদিও এই ফোনগুলির হার্ডওয়ারে কোন বিশেষ পরিবর্তন ছিল না। যদিও শোনা যাচ্ছে নকিয়া প্রস্তুত হচ্ছে তাদের নতুন হাই অ্যান্ড ডিভাইস নকিয়া এইট প্রো আর নকিয়া নাইন স্মার্টফোন লঞ্চের জন্য।
নকিয়ার নতুন ফ্ল্যাগশিপ নকিয়া নাইন। এক রিপোর্টে জানানো হয়েছে নকিয়ার নতুন ফোনগুলোতে ডিসপ্লেতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এই বছরের গ্রীষ্মের শেষের দিকে লঞ্চ হতে পারে এই ফোন। উৎসবের মরসুমের প্রাক্কালে এই ফোন হবে নকিয়ার ফ্ল্যাগশিপ মার্কেটের ট্রাম্পকার্ড।
নকিয়া নাইনে প্রিলোডেড থাকবে স্টক অ্যানড্রয়েড ওরিও। ডিসপ্লের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছাড়াও এই ফোনে থাকবে কার্ভড ডিসপ্লে প্ল্যানেল। যদিও নকিয়ার তরফে এই কোন খবরের সত্যতাই স্বীকার করা হয়নি। যদিও এর আগে ভিভো এক্স২০ ফোনে প্রথম দেখা গিয়েছিল ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এই খবর যদি সত্যি হয় তবে নকিয়া নাইন হবে নকিয়ার সবথেকে হাই এন্ড স্মার্টফোন। এছাড়াও আশা করা হচ্ছে এই ফোনে থাকবে বেস্ট ইন ক্লাস ক্যামেরা আর প্রিমিয়াম ডিজাইন। এছাড়াও এই ফোনে ব্যবহার হুতে পারে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর।
আকাশ নিউজ ডেস্ক 

























