অাকাশ জাতীয় ডেস্ক:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ধরতে গিয়ে ছুরির আঘাতে আহত হয়েছেন শেরপুরের ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস। তবে ছুরির আঘাত সত্ত্বেও আসামিকে ছাড়েননি ওসি। পরে স্থানীয় জনতার সহায়তায় আসমিকে গ্রেফতার করতে সক্ষম হন তিনি।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। আহত ওসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গ্রেফতারকৃত আসামির নাম মো. মনিরুজ্জামান ওরফে হান্নান ওরফে মেন্দা। সে ঝিনাইগাতী উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি দোকানে বসে আছে। এমন সংবাদ পেয়ে তিনি একই ওই আসামিকে ধরার জন্য ছুটে যান সেখানে। ধরার পর আসামি লাফ দিয়ে পালাতে চেষ্টা করে। একপর্যায়ে ছুরি বের করে ওসির পেট লক্ষ্য করে আঘাত করে। হাত দিয়ে ফেরালে তা পেটে না লেগে তার ডান হাতে লেগে কেটে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তার ওই আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, একটি হত্যা মামলায় ২০১৬ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মনিরুজ্জামান ওরফে হান্নান ওরফে মেন্দাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ দেন। ওই আসামি দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে সম্প্রতি এলাকায় ফিরে আসে। তবে তিনি হত্যা মামলাটির বিবরণ জানাতে পারেননি।
আকাশ নিউজ ডেস্ক 























