আকাশ আইসিটি ডেস্ক:
এই প্রথম বাজারে আসছে ১২ জিবি র্যামের ফোন। এটি বাজারে আনছে রেজর। মডেল রেজর ট্রিরক্স। এটি একটি গেমিং ফোন।
ফোনটিতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৫৫ ব্যবহার করা হয়েছে।
১২ জিবি র্যামের এই ফোনটি নেক্সবিট রবিন এবং রেজর ফোনের সমন্বয়ে তৈরি। ফোনটি ডুয়েল ক্যামেরা সেটাপ রয়েছে।
৬ ইঞ্চি ডিসপ্লের এই ফোনটিতে ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাবে। এতে ১৪৪০x২৫৬০ পিক্সেল রেজুলেশন পাওয়া যাবে। ডিসপ্লের সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।
ফোনটি পরিচালনার জন্য রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। এতে ৭ এনএম চিপসেট ব্যবহার করা হয়েছে।
শক্তিশালী কনফিগারেশনের এই ফোনটিতে আল্ট্রা মোশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এটি দুইটি র্যাম ও রম ভার্সনে পাওয়া যাবে। একটিতে আছে ১০ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। অন্য ভার্সনটি পাওয়া যাবে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি রমে। এর রম ২ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
ছবির জন্য ফোনটিতে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের। এর ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।
অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির মূল্য ৭৬৯ ডলার।
আকাশ নিউজ ডেস্ক 
























