ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

‘আমরা এমন কিছু করে ফেলিনি’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড জয়ের পরেও পা মাটিতেই রাখছে বাংলাদেশ। এই জয়ে খুব বেশি উচ্ছ্বাস দেখাচ্ছেন না ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ এখনও শিখছে বলে মনে করেন তিনি। সামনে আরো ভালো করার তাগিদ তার মধ্যে।

আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বিনয়ী মাহমুদউল্লাহ বলেন,‘ আমরা ভলো একটা জয় পেয়েছি। কিন্তু তার মনে এই নয় যে, অনেক কিছু করে ফেলেছি। হ্যাঁ, ওই জয়টা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু এখনও উন্নতির অনেক জায়গা আছে। ক্রিকেট এমন একটি খেলা যেখানে প্রতি ম্যাচ থেকেই শেখার থাকে। যে জায়গাগুলোতে আমাদের সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করছি।’

শ্রীলঙ্কা ম্যাচের পর টানা তিনটা দিন সময় পেয়েছে বাংলাদেশ। কিন্তু দুই দিন কেটেছে প্রাকটিস ছাড়া। গতকাল প্রাকটিস করা যায়নি খারাপ উইকেট ও আবহাওয়ার কারণে। আজও সেই একই অবস্থা। সকাল দশটা থেকে প্রাকটিস করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা হয়নি। নেটে ভুলক্রুটি শোধরানোর সুযোগ থাকে। কিন্তু সেই সুযোগই পাচ্ছে না দল। তাই মানসিক প্রস্তুতির উপরই জোর দিচ্ছেন রিয়াদ।

বলেছেন,‘ কিছু করার নেই। মানসিক প্রস্তুতিটা নিয়ে ফিলতে হবে। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছিলাম কারণ আমাদের মানসিক প্রস্তুতি ছিল। সবাই একটা জয় চাচ্ছিলাম। দলের প্রতিটা স্টাফ, কোচিং বিভাগ, খেলোয়াড়- সবাই খুব করে জিততে চাচ্ছিলাম। আমরা পেরেছি।’

প্রথম ম্যাচে না পারলেও ভারতকে হারানো অসম্ভব নয় বলে মনে করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বলছিরলন,‘ ভারত খুব ভালো ক্রিকেট খেলছে। তবে আমরা যদি মানসিক প্রস্তুতি নিয়ে সেভাবে খেলতি পারি তাহলে ওদের হারানো অসম্ভব নয়।’

প্রথম ম্যাচে মোটামুটি ভালো বোলিং হলেও গত ম্যাচে অতি সাধারণ ছিলেন বাংলাদেশি বোলাররা। তবে বোলিং খারাপ হচ্ছে ম্যাচের আগে এ কথা বলে বোলারদের মানসিকভাবে দুর্বল করে দিতে চান না রিয়াদ। গত ম্যাচের খারাপ বোলিংয়ের মধ্যেও ইতিবাচক দিক দেখতে পেয়েছেন তিনি। রিয়াদ বলছিলেন,‘ মিরাজ ও অপু বেশ ভালো বল করেছে, ওই সময় রান খুব কম হয়েছে । আমার মনে হয় ২০ বলে ওই সময় একটাও বাউন্ডারি হয়নি। এটা ভালো দিক। ওরা বেশ ভালো স্পিনার।’

মুশফিকের প্রশংসা করে তিনি বলেন,‘ এটা সম্পূর্ণ ব্যাটিং উইকেট। এখানে পেসারদের ভালো করা সহজ নয়। মোস্তাফিজ যে খুব খারাপ করছে তা নয়। সে ভালোই করছে। মোস্তাফিজ আমাদের গ্রেট বোলার।নিদাহাস ট্রফিতে বাংলাদেশের এখনও দুটি ম্যাচ বাকি। দুই জয়ে ভারত আছে সবার উপরে। তিন ম্যাচে এক জয় শ্রীলঙ্কার। আর দুটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের শেষ ম্যাচ ১৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

‘আমরা এমন কিছু করে ফেলিনি’

আপডেট সময় ০৮:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড জয়ের পরেও পা মাটিতেই রাখছে বাংলাদেশ। এই জয়ে খুব বেশি উচ্ছ্বাস দেখাচ্ছেন না ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ এখনও শিখছে বলে মনে করেন তিনি। সামনে আরো ভালো করার তাগিদ তার মধ্যে।

আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বিনয়ী মাহমুদউল্লাহ বলেন,‘ আমরা ভলো একটা জয় পেয়েছি। কিন্তু তার মনে এই নয় যে, অনেক কিছু করে ফেলেছি। হ্যাঁ, ওই জয়টা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু এখনও উন্নতির অনেক জায়গা আছে। ক্রিকেট এমন একটি খেলা যেখানে প্রতি ম্যাচ থেকেই শেখার থাকে। যে জায়গাগুলোতে আমাদের সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করছি।’

শ্রীলঙ্কা ম্যাচের পর টানা তিনটা দিন সময় পেয়েছে বাংলাদেশ। কিন্তু দুই দিন কেটেছে প্রাকটিস ছাড়া। গতকাল প্রাকটিস করা যায়নি খারাপ উইকেট ও আবহাওয়ার কারণে। আজও সেই একই অবস্থা। সকাল দশটা থেকে প্রাকটিস করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা হয়নি। নেটে ভুলক্রুটি শোধরানোর সুযোগ থাকে। কিন্তু সেই সুযোগই পাচ্ছে না দল। তাই মানসিক প্রস্তুতির উপরই জোর দিচ্ছেন রিয়াদ।

বলেছেন,‘ কিছু করার নেই। মানসিক প্রস্তুতিটা নিয়ে ফিলতে হবে। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছিলাম কারণ আমাদের মানসিক প্রস্তুতি ছিল। সবাই একটা জয় চাচ্ছিলাম। দলের প্রতিটা স্টাফ, কোচিং বিভাগ, খেলোয়াড়- সবাই খুব করে জিততে চাচ্ছিলাম। আমরা পেরেছি।’

প্রথম ম্যাচে না পারলেও ভারতকে হারানো অসম্ভব নয় বলে মনে করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বলছিরলন,‘ ভারত খুব ভালো ক্রিকেট খেলছে। তবে আমরা যদি মানসিক প্রস্তুতি নিয়ে সেভাবে খেলতি পারি তাহলে ওদের হারানো অসম্ভব নয়।’

প্রথম ম্যাচে মোটামুটি ভালো বোলিং হলেও গত ম্যাচে অতি সাধারণ ছিলেন বাংলাদেশি বোলাররা। তবে বোলিং খারাপ হচ্ছে ম্যাচের আগে এ কথা বলে বোলারদের মানসিকভাবে দুর্বল করে দিতে চান না রিয়াদ। গত ম্যাচের খারাপ বোলিংয়ের মধ্যেও ইতিবাচক দিক দেখতে পেয়েছেন তিনি। রিয়াদ বলছিলেন,‘ মিরাজ ও অপু বেশ ভালো বল করেছে, ওই সময় রান খুব কম হয়েছে । আমার মনে হয় ২০ বলে ওই সময় একটাও বাউন্ডারি হয়নি। এটা ভালো দিক। ওরা বেশ ভালো স্পিনার।’

মুশফিকের প্রশংসা করে তিনি বলেন,‘ এটা সম্পূর্ণ ব্যাটিং উইকেট। এখানে পেসারদের ভালো করা সহজ নয়। মোস্তাফিজ যে খুব খারাপ করছে তা নয়। সে ভালোই করছে। মোস্তাফিজ আমাদের গ্রেট বোলার।নিদাহাস ট্রফিতে বাংলাদেশের এখনও দুটি ম্যাচ বাকি। দুই জয়ে ভারত আছে সবার উপরে। তিন ম্যাচে এক জয় শ্রীলঙ্কার। আর দুটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের শেষ ম্যাচ ১৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে।