অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁও শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আর,কে,স্টেট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন সুইডেনের ডিয়াকোনিয়া সংস্থার একটি প্রতিনিধি দল।
বুধবার বিদ্যালয়ের সুইডেনের ডিয়াকোনিয়া সংস্থার একটি ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল স্কুল পরিদর্শন করেন। আরো পরিদর্শন দলের সাথে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের সাদেকুল ইসলাম তিনি সুইডিস দলের সাথে ছিলেন। এ ছাড়াও সাইকেল চালানো কারি ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্য, প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষিকাদের সাথে মত বিনিময় করেন।
সুইডেনের ডিয়াকোনিয়া সংস্থাটি বিশ্বের ৩৫টি দেশে কাজ করে। নারী উন্নয়নে তারা একটি ডকুমেন্টরি তৈরি করার জন্য আর, কে স্টেট উচ্চ বিদ্যালয়কে বেছে নিয়েছেন। স্কুলের কার্যক্রম দেখে প্রতিনিধি দল সন্তোস প্রকাশ করেছেন।