অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
শ্রীলঙ্কায় সাম্প্রদায়িক দাঙ্গা এখনো পুরোপুরি থামেনি। দেশটির পাহাড়ি পর্যটক শহর ক্যান্ডিতে নতুন করে দাঙ্গা হয়েছে। সেখানে অসংখ্যা ঘরবাড়ি ও দোকানপাট পুড়িয়ে দেয়া হয়েছে।
সাম্প্রদায়িক এ দাঙ্গা কোনোভাবে থামাতে না পারায় দেশটির প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেনা আজ শুক্রবার প্রধানমন্ত্রী বিক্রমসিংহের হাত থেকে আইনশৃঙ্খলা দপ্তর সরিয়ে নিয়েছেন।
সম্প্রতি শ্রীলঙ্কায় মুসলমান ও বৌদ্ধদের মধ্যে দাঙ্গা শুরু হলে জরুরি অবস্থা জারি করে সরকার। এতে হামলার ঘটনা না থামলে সেনাবাহিনী মোতায়েন করা হয়। তার পরও বিভিন্ন জায়গায় হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
এ অবস্থায় দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ এখনো বন্ধ রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করছে, সেনা টহলের মধ্যেই মুসলমানদের ধর্মপালনের স্থানে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। এ সময় মুসলিমবিরোধী বিক্ষোভ থেকে কমপক্ষে ৮১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শ্রীলঙ্কার এ সাম্প্রদায়িক দাঙ্গার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। দ্রুত এ অবস্থার উন্নতির জন্য কাজ করতে সরকারকে আহ্বান জানায় বিশ্ব সংস্থাটি।
আকাশ নিউজ ডেস্ক 
























