অাকাশ আইসিটি ডেস্ক:
দেশের আইটি খাতে বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে স্ট্র্যাটেজিক সিইও আউটরিচ প্রোগ্রাম চালু করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
এ উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্রভিত্তিক বোস্টন কনসাল্টিং গ্রুপ আগামী দুই বছর দেশের বিভিন্ন আইটি প্রতিষ্ঠান ও এর প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের ব্যবসায়িক যোগাযোগে সহায়তা করবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্পের আওতায় প্রগ্রামটি পরিচালনা করা হবে।
সোমবার ঢাকার একটি হোটেলে প্রগ্রামটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ। উপস্থিত ছিলেন বোস্টন কনসাল্টিং গ্রুপের (বিসিজি) গ্লোবাল চেয়ারম্যান হ্যানস পল বার্কনার, বিসিসির নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 

























