অাকাশ জাতীয় ডেস্ক :
নোয়াখালী সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ ১৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলা সদরের পশ্চিম কৃষ্ণরামপুর গ্রামের বেলায়েত হোসেন (২৪), কালিতারা গ্রামের আবুল তুষার আহাম্মেদ (২৯), কাদির হানিফ ইউনিয়নের আবদুল মোতালেব (২৩), কৃষ্ণরামপুর গ্রামের আবদুল কাইয়ুম সুমন (৩৫), নোয়াখালী পৌরসভার হাউজিং এলাকার ফুয়াদ চৌধুরী রবি (২৮), কৃষ্ণরামপুর গ্রামের মো. শরীফ (২৭), কালাদরাফ ইউনিয়নের সুরুজ মিয়া (৪২), অশ্বদিয়া ইউনিয়নের এমদাদ উদ্দিন টুটুল (৩৯), এওজবালিয়া ইউনিয়নের জাহিদুর রহমান রনি (২২), নোয়াখালী পৌরসভার মাঈন উদ্দিন মহিন (২৫) ও একই এলাকার মাহফুজুল হক মুরাদ (২৮), বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের মাহমুদুল হাসান মামুন (২৯) ও কবিরহাট উপজেলার নরসিংহপুর গ্রামের আবদুল আফনান ইমন (২২)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌর শহর, সদর উপজেলার বিভিন্ন এলাকা, কবিরহাট ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভোর থেকে অভিযান চালানো হয়। অভিযানে মোট ৩৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় ইয়াবা বিক্রির অপরাধে ১৩ জনকে হাতেনাতে আটকও করা হয়। এদের অনেকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পূর্ব থেকেই একাধিক মামলা রয়েছে। বুধবার একই অভিযোগে মামলা দায়ের শেষে বিকেলের দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।
জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























