আকাশ আইসিটি ডেস্ক:
ইলেকট্রিক কার আনছে ভারতের টাটা। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে একটি ইলেকট্রিক কারের প্রোটেটাইপ তৈরি করেছে। এই গাড়িটির বিশেষত্ব হচ্ছে এটি একবার চার্জ দিলে একটানা ২০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে।
সম্প্রতি গাড়িটি প্রকাশ্যে আনা হয়। পুরোটাই ইলেকট্রিক কনসেপ্ট গাড়ি। গাড়িটির নাম দেওয়া হয়েছে ‘ই ভাসন-সেডান কনসেপ্টে’ কার একবার ফুল চার্জে ঘন্টায় ২০০ কিমি ছুটতে পারবে এই গাড়ি। এছাড়াও মাত্র ৭ সেকেন্ডে গাড়ির গতি ০ থেকে ১০০-তে নিতে পারবে।
টাটা জানিয়েছে, গাড়িটিকে আরও উন্নত করতে কাজ চালাচ্ছে টাটা মোর্টরস। একই সঙ্গে করা হচ্ছে প্রযুক্তির ব্যবহার। গাড়িটি শুধুমাত্র প্রিমিয়ার মডেলে নিয়ে আসা হয়েছে। আগামীদিনে আরও কয়েকটি মডেলে ই-ভেইক্যাল টাটা আনবে বলেই জানিয়েছেন টাটা।
আকাশ নিউজ ডেস্ক 

























