অাকাশ জাতীয় ডেস্ক:
মাদারীপুর সদর হাসপাতালের নিচতলার শিশু ওয়ার্ডের স্টোর রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় দোতলা ও তিনতলা থেকে নামতে গিয়ে পাঁচজন আহত হনহাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শিশু ওয়ার্ডের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে শিশু ওয়ার্ডসহ দ্বিতীয় ও তৃতীয় তলায় ভর্তি হওয়া রোগীরা ছোটাছুটি শুরু করে হাসপাতালের বাইরে চলে আসে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৫ জন আহত হন। ফায়ার সার্ভিসের ইউনিট হাসপাতালের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে প্রাথমিকভাবে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মাদারীপুর মডেল থানার এসআই মোহাম্মদ হাসান জানান, বৈদ্যুতিক শট সার্কিটের কারণে স্টোর রুমের রাখা কম্বল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
আকাশ নিউজ ডেস্ক 

























