অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীতে সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে মো. মংলা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মংলার সৎমেয়ে নিজে বাদী হয়ে তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা করেন।
শুক্রবার দুপুরে নগরীর রাজপাড়া থানার পুলিশ মংলাকে গ্রেপ্তার করে। তিনি নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের মৃত এলাহী ভরসার ছেলে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দ্বিতীয় স্ত্রী ও তার মেয়েকে নিয়ে নগরীর তেরোখাদিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন ব্যবসায়ী মংলা। আজ সকালে মংলা তার সৎমেয়েকে ধর্ষণ করেন বলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ মংলার বাড়ি গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পরে মংলার সৎমেয়ে ধর্ষণের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মংলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওসি জানান, বর্তমানে মেয়েটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে নিয়ে জবানবন্দি রেকর্ড করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 






















