আকাশ আইসিটি ডেস্ক:
গত বছর সারাহ অ্যাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছিল। নিজের পরিচয় গোপন করে অন্যদের বার্তা পাঠানোর সুযোগ ছিল এই অ্যাপটিতে। এটি নিয়ে সমালোচনাও কম হয়নি। অনেকেই অ্যাপটি বন্ধের পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু তাতে অ্যাপ নির্মাতাদের টনক নড়েনি। অবশেষে অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সরানো হলো।
গত বছর জুলাইতে লঞ্চ করে সারাহা অ্যাপ। খুব কম সময়ের মধ্যেই সারা বিশ্বে দারুণ জনপ্রিয় হয়ে যায় সারাহা। আরবীতে সারাহা শব্দের মানে আন্তরিকতা। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা নাম গোপন রেখে অপরকে নানা মেসেজ পাঠাতে থাকেন। কিন্তু কী এমন হল, যার জন্য অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিতে হল অ্যাপটিকে?
অস্ট্রেলিয়ার বাসিন্দা ক্যাটরিনা কলিনস অভিযোগ দায়ের করেছেন এই অ্যাপের বিরুদ্ধে। তার অভিযোগ, তিনি এবং তার কন্যা সারাহা অ্যাপের কাণ্ডকারখানা নিয়ে বেশ ভয়েই রয়েছেন। তার কন্যা এই অ্যাপের মাধ্যমে অশ্লীল সমস্ত মেসেজ পেতে থাকেন। এমনকি এক মেসেজে তাকে বলা হয়, যদি ওই মহিলার কন্যা নিজেকে শেষও করে দেন, তাহলে কেউ তার পরোয়া করবেন না। শিশু এবং কন্যাদের উপর যেভাবে এই অ্যাপের অপপ্রয়োগ করা হচ্ছে, তাতে চিন্তিত ক্যাটরিনা কলিনস নামে ওই মহিলা। এর পর বিষয়টি খতিয়ে দেখে গুগল এবং অ্যাপল কর্তৃপক্ষ। এরপরই তুমুল জনপ্রিয় হওয়ার সত্বেও অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয় সারাহাকে।
আকাশ নিউজ ডেস্ক 

























