ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

রানি মুখার্জিকে আদর করে ‘লাড্ডু’ ডাকতেন শ্রীদেবী!

আকাশ বিনোদন ডেস্ক: 

দারুণ মিষ্টি একটা সম্পর্ক ছিল তাঁদে মধ্যে। একে অন্যের শুভাকাঙ্ক্ষী ছিলেন তাঁরা, ছিলেন বন্ধুর মতো। বয়সের ফারাক থাকলেও তাঁদের মধ্যে ছিল চমৎকার এক বোঝাপড়ার সম্পর্ক।

বলা হচ্ছে রানি মুখার্জি আর সদ্যঃপ্রয়াত শ্রীদেবীর কথা। প্রয়াত অভিনেত্রীর প্রসঙ্গে বলতে গিয়ে রানি বলেন, তিনি আমাকে আদর করে ‘লাড্ডু’ ডাকতেন। আমার খুব কষ্ট হচ্ছে ‘ডাকতেন’ বলতে। কারণ এটা পাস্ট টেন্স বা অতীত কাল বুঝায়। তিনি আজ অতীত হয়ে গেছেন এটা ভাবতেই খারাপ লাগে, কষ্ট হয়।
গণমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া সাক্ষাৎকারে রানি বলেন, আমার প্রতি তাঁর তীব্র ভালোবাসা ছিল। তিনি আমার জীবনে পথ চেনার আলোর মতো ছিলেন। তিনি আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনের অনুপ্রেরণা ছিলেন।

রানি বলেন, আমি প্রায়ই স্কুল ছুটির পর তাঁর সেটে যেতাম অভিনয় দেখার জন্য। আমার চাচা সোমু মুখার্জির একটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। পরে অবশ্য তাঁর সাথে আমার অন্যভাবে পরিচয় হয়।

আমার সাথে দেখা হলেই ‘আরে এ যে আমার লাড্ডু’ বলে জড়িয়ে ধরতেন আমাকে, বলেন রানি। যতবার তাঁর সাথে দেখা হতো, একই রকম ভালোবাসা পেয়েছি। তাই যখন তাঁর মরদেহের পাশে অন্য সবার সাথে দাঁড়িয়ে আছি তখন ভাবছি, আমার ভীষণ কাছের দুজন মানুষ (আমার বাবা আর শ্রী’জি) যাঁরা আমার সেরা ভালোবাসার জায়গা ছিল, আজ আমাকে ছেড়ে চলে গেছেন দুজনই।

রানির নতুন ছবি ‘হিঁচকি’র ট্রেলার দেখার পর শ্রীদেবী বলেছিলেন, লাড্ডু আমি তোমার এই ছবিটা দেখব। আমি তাঁকে বলেছিলাম, ছবিটা তৈরি হলে প্রথমেই আপনাকে দেখাব।

‘হিঁচকি’ দেখা হলো না শ্রীদেবীর। এমন অনেক অদেখা আর আক্ষেপ নিয়েই চলে গেলেন এই মহানায়িকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

রানি মুখার্জিকে আদর করে ‘লাড্ডু’ ডাকতেন শ্রীদেবী!

আপডেট সময় ০৯:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক: 

দারুণ মিষ্টি একটা সম্পর্ক ছিল তাঁদে মধ্যে। একে অন্যের শুভাকাঙ্ক্ষী ছিলেন তাঁরা, ছিলেন বন্ধুর মতো। বয়সের ফারাক থাকলেও তাঁদের মধ্যে ছিল চমৎকার এক বোঝাপড়ার সম্পর্ক।

বলা হচ্ছে রানি মুখার্জি আর সদ্যঃপ্রয়াত শ্রীদেবীর কথা। প্রয়াত অভিনেত্রীর প্রসঙ্গে বলতে গিয়ে রানি বলেন, তিনি আমাকে আদর করে ‘লাড্ডু’ ডাকতেন। আমার খুব কষ্ট হচ্ছে ‘ডাকতেন’ বলতে। কারণ এটা পাস্ট টেন্স বা অতীত কাল বুঝায়। তিনি আজ অতীত হয়ে গেছেন এটা ভাবতেই খারাপ লাগে, কষ্ট হয়।
গণমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া সাক্ষাৎকারে রানি বলেন, আমার প্রতি তাঁর তীব্র ভালোবাসা ছিল। তিনি আমার জীবনে পথ চেনার আলোর মতো ছিলেন। তিনি আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনের অনুপ্রেরণা ছিলেন।

রানি বলেন, আমি প্রায়ই স্কুল ছুটির পর তাঁর সেটে যেতাম অভিনয় দেখার জন্য। আমার চাচা সোমু মুখার্জির একটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। পরে অবশ্য তাঁর সাথে আমার অন্যভাবে পরিচয় হয়।

আমার সাথে দেখা হলেই ‘আরে এ যে আমার লাড্ডু’ বলে জড়িয়ে ধরতেন আমাকে, বলেন রানি। যতবার তাঁর সাথে দেখা হতো, একই রকম ভালোবাসা পেয়েছি। তাই যখন তাঁর মরদেহের পাশে অন্য সবার সাথে দাঁড়িয়ে আছি তখন ভাবছি, আমার ভীষণ কাছের দুজন মানুষ (আমার বাবা আর শ্রী’জি) যাঁরা আমার সেরা ভালোবাসার জায়গা ছিল, আজ আমাকে ছেড়ে চলে গেছেন দুজনই।

রানির নতুন ছবি ‘হিঁচকি’র ট্রেলার দেখার পর শ্রীদেবী বলেছিলেন, লাড্ডু আমি তোমার এই ছবিটা দেখব। আমি তাঁকে বলেছিলাম, ছবিটা তৈরি হলে প্রথমেই আপনাকে দেখাব।

‘হিঁচকি’ দেখা হলো না শ্রীদেবীর। এমন অনেক অদেখা আর আক্ষেপ নিয়েই চলে গেলেন এই মহানায়িকা।