ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

ঘরেই তৈরি করুন চিকেন টিক্কা কাবাব

আকাশ নিউজ ডেস্ক:

আমাদের অনেকের পছন্দ চিকেন টিক্কা বা বিফ টিক্কা। যা খেতে আমরা প্রায়ই দৌড়াই রেস্টুরেন্টে। আজকাল রাস্তাঘাটেও খোলা বিক্রি করে এ মুখরোচক খাবার। কিন্তু টিক্কা বানানো এতই সহজ, আপনি বাড়িতেই বানাতে পারবেন।

মজাদার চিকেন টিক্কার সহজ রেসিপি। নান, পাউরুটি বা পরটার সঙ্গে জমবে বেশ।
উপকরণ:

১ কেজি বোনলেস মুরগির মাংস (কিউব করে কাটা ), ১ কাপ টকদই, ২ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ রসুন বাটা, আধা চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ কাবাব মসলা, ২ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, ৩ টেবিল চামচ লেবুর রস, লবণ স্বাদমতো, ১ কাপ ধনেপাতা কুচি, টমেটো কিউব করে কাটা, বড় পেঁয়াজ কিউব করে কাটা ও ছাড়িয়ে নেয়া, শিক বা শাসলিক কাঠি।

পদ্ধতি:

প্রথমে একটি পাত্রে ধনেপাতা কুচি ও সকল মসলা একসাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে দই দিন এবং ভালো করে মিশ্রণ তৈরি করে ফেলুন।

কেটে ধুয়ে রাখা মুরগির মাংসের টুকরোগুলোর মাঝখানে হালকা করে কেটে কেটে দিন। তাতে মসলা ভালো করে ভেতরে ঢুকবে। মিশ্রণে মাংসের টুকরোগুলো দিয়ে মেরিনেট করে রাখুন। মেরিনেট করে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। যতো বেশি সময় ফ্রিজে রাখতে পারবেন ততো ভালো হবে। চাইলে সারা রাতও রেখে দিতে পারেন।

এবার শাসলিক কাঠি বা শিকে মেরিনেট করা মুরগির টুকরো টমেটোর টুকরো এবং পেঁয়াজের টুকরো দিয়ে সাজিয়ে নিন। দুভাবে করতে পারেন টিক্কা কাবাব। ওভেনে ও গ্যাসের চুলায়।

ওভেনে করতে চাইলে ওভেনকে ২০০ ডিগ্রী সেন্টিগ্রেডে গরম করে নিন এবং ওভেনে রেখে যতক্ষণ না সোনালী রঙ এবং সবদিকে নরম হয়ে সেদ্ধ হয় ততোক্ষণ রোস্ট করুন |

গ্যাসের চুলায় করতে চাইলে একটি ফ্রাইংপ্যান নিয়ে তেল বা ঘি ব্রাশ করে গরম করে এতে শাসলিক কাঠি রেখে প্রতিটি পাশ ঘুরিয়ে ভালো করে রান্না করে নিন।

এরপর নামিয়ে উপরে লেবুর রস চিপে ও খানিকটা ধনে পাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিকেন টিক্কা কাবাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

ঘরেই তৈরি করুন চিকেন টিক্কা কাবাব

আপডেট সময় ০৯:৫৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮

আকাশ নিউজ ডেস্ক:

আমাদের অনেকের পছন্দ চিকেন টিক্কা বা বিফ টিক্কা। যা খেতে আমরা প্রায়ই দৌড়াই রেস্টুরেন্টে। আজকাল রাস্তাঘাটেও খোলা বিক্রি করে এ মুখরোচক খাবার। কিন্তু টিক্কা বানানো এতই সহজ, আপনি বাড়িতেই বানাতে পারবেন।

মজাদার চিকেন টিক্কার সহজ রেসিপি। নান, পাউরুটি বা পরটার সঙ্গে জমবে বেশ।
উপকরণ:

১ কেজি বোনলেস মুরগির মাংস (কিউব করে কাটা ), ১ কাপ টকদই, ২ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ রসুন বাটা, আধা চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ কাবাব মসলা, ২ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, ৩ টেবিল চামচ লেবুর রস, লবণ স্বাদমতো, ১ কাপ ধনেপাতা কুচি, টমেটো কিউব করে কাটা, বড় পেঁয়াজ কিউব করে কাটা ও ছাড়িয়ে নেয়া, শিক বা শাসলিক কাঠি।

পদ্ধতি:

প্রথমে একটি পাত্রে ধনেপাতা কুচি ও সকল মসলা একসাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে দই দিন এবং ভালো করে মিশ্রণ তৈরি করে ফেলুন।

কেটে ধুয়ে রাখা মুরগির মাংসের টুকরোগুলোর মাঝখানে হালকা করে কেটে কেটে দিন। তাতে মসলা ভালো করে ভেতরে ঢুকবে। মিশ্রণে মাংসের টুকরোগুলো দিয়ে মেরিনেট করে রাখুন। মেরিনেট করে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। যতো বেশি সময় ফ্রিজে রাখতে পারবেন ততো ভালো হবে। চাইলে সারা রাতও রেখে দিতে পারেন।

এবার শাসলিক কাঠি বা শিকে মেরিনেট করা মুরগির টুকরো টমেটোর টুকরো এবং পেঁয়াজের টুকরো দিয়ে সাজিয়ে নিন। দুভাবে করতে পারেন টিক্কা কাবাব। ওভেনে ও গ্যাসের চুলায়।

ওভেনে করতে চাইলে ওভেনকে ২০০ ডিগ্রী সেন্টিগ্রেডে গরম করে নিন এবং ওভেনে রেখে যতক্ষণ না সোনালী রঙ এবং সবদিকে নরম হয়ে সেদ্ধ হয় ততোক্ষণ রোস্ট করুন |

গ্যাসের চুলায় করতে চাইলে একটি ফ্রাইংপ্যান নিয়ে তেল বা ঘি ব্রাশ করে গরম করে এতে শাসলিক কাঠি রেখে প্রতিটি পাশ ঘুরিয়ে ভালো করে রান্না করে নিন।

এরপর নামিয়ে উপরে লেবুর রস চিপে ও খানিকটা ধনে পাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিকেন টিক্কা কাবাব।