অাকাশ জাতীয় ডেস্ক:
শুদ্ধরুপে জাতীয় সংগীত গাওয়ার প্রচারণা হিসাবে ফরিদপুরে বুধবার ১০ হাজার মানুষ এক সঙ্গে জাতীয় সংগীত গাইবে। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে শেখ জামাল স্টেডিয়ামে বুধবার বেলা আড়াইটায় এ নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া সকাল ১১টায় ফরিদপুর জেলা শিশু একাডেমী চত্বরে জেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, শুদ্ধরূপে জাতীয় সংগীত গাওয়ার প্রচারণার অংশ হিসাবে এক সঙ্গে ১০ হাজার মানুষ উপস্থিত থাকবে।
ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিব উজ্জামান জানান, শিশু একাডেমিতে জেলার ৯টি উপজেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জেলা পর্যায়ে জাতীয় সংগীত প্রতিযোগিতা হবে। প্রতিযোগীতার বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে অংশ নেবে।
আকাশ নিউজ ডেস্ক 

























