আকাশ আইসিটি ডেস্ক:
সারাউন্ড সাউন্ড সমৃদ্ধ নতুন একটি গেমিং হেডফোন আনলো লজিটেক। মডেল জি৪৩৩৩। হেডফোনটির মূল্য ১০০ ডলার। এটি একটি তারযুক্ত হেডফোন।
লজিটেক দাবি করছে তাদের নতুন এই হেডফোনটিতে ডিটিস সাউন্ড পাওয়া যাবে। ডেস্কটপ, ল্যাপটপ কিংবা প্লে স্টেশন। সব ডিভাইসেই এটি ব্যবহার করা যাবে। তবে দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্স মিলবে।
গান শোনার পাশাপাশি এটি কথা বলা কিংবা ভয়েস ইনপুট দেয়ার সুযোগ রয়েছে। এজন্য আছে ডিটাচেবল বুম মাইক। চাইলে এটি খুলে রেখেও হেডফোনটি ব্যবহার করা যাবে।
হেডফোনটিকে আকর্ষণীয় ও টেকসই ডিজাইনে তৈরি করা হয়েছে। এটি তৈরিতে ব্যবহৃত হয়েছে হাইড্রোফোবিক, স্টেইন-রেসিসট্যান্ট ফ্রেবিক শেল এবং মাইক্রোফাইবার। যা ইয়ার প্যাডকে করেছে আরামদায়ক। ফলে দীর্ঘক্ষণ হেডফোনটি কানে লাগিয়ে গান শুনলেও কান ব্যথা হবে না।
হেডফোনটি তিনটি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। এগুলোর দামও ভিন্ন ভিন্ন। কালো রঙের হেডফোনটি কিনতে হলে আপনাকে গুণতে হবে ৮৫ ডলার। যা বাংলাদেশি মূদ্রায় সাত হাজার টাকারও বেশি।
আকাশ নিউজ ডেস্ক 

























