অাকাশ জাতীয় ডেস্ক:
পটুয়াখালীর রাঙ্গাবালীতে পুকুর থেকে দেলোয়ার ফকির (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে দেলোয়ার ফকিরের নিজ বাড়িসংলগ্ন পুকুরে মাছ ধরতে যায়। কিন্তু রাত হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পর দিন ভোরে সন্দেহজনকভাবে সেই পুকুরে পাম্প লাগিয়ে পুকুরের পানি কমিয়ে তার লাশ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন সেখান থেকে তার লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
আকাশ নিউজ ডেস্ক 























